Road accident in Siliguri: শিলিগুড়িতে মালবাহী গাড়ির সঙ্গে পর্যটক বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪

শিলিগুড়িতে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি মালবাহী গাড়ি ধাক্কা মারল পর্যটক বোঝাই গাড়িতে। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। কোনওভাবে প্রাণে রক্ষা পেয়েছেন পর্যটক বোঝাই গাড়ির চালক। আজ সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সেবক সংলগ্ন সাত মাইল এলাকায়। সিকিমের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেই গাড়িতে চারজন ছিলেন। উলটো দিক থেকে একটি মালবাহী গাড়ি শিলিগুড়ি থেকে আসছিল। সাতমাইল এলাকায় দু’টি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে গাড়ি দু’টি জঙ্গলে ছিটকে পড়ে। সেখানেই মৃত্যু হয় একজনের। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত গাড়ির চালককে শিলিগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, সিকিম নম্বরের গাড়িতে চালক-সহ মোট ৪ জন যাত্রী ছিলেন। দুটি গাড়ির সংঘর্ষের জেরে পর্যটক বোঝাই গাড়ির সামনের অংশটি একবারে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়িটির সামনের দিকের একটি চাকা খুলে গিয়েছে। অন্যদিকে, মালবাহী গাড়িটির সামনের দিকের অংশটিও দুমড়ে মুচড়ে গিয়েছে। খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাকি ৩ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠিয়ে দেয়। সেখানে তাঁদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে তিনজন পর্যটকের নাম হল বিকাশ গুপ্তা, সাগর সামন্ত এবং বিনোদ রায়। পর্যটক বোঝাই গাড়ির চালক জানান, তাঁরা ওই গাড়িতে চারজন ছিলেন। তাঁরা সকলেই বন্ধু। বিকাশের একটি দোকান রয়েছে। সেই দোকানের জন্য সামগ্রী কিনতে তাঁরা সিকিম থেকে শিলিগুড়িতে আসছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকায় সামনে চলে আসে মালবাহী ছোট্ট গাড়িটি। তখনই দুর্ঘটনা ঘটে। এরপরে দুটি গাড়ি ছিটকে জঙ্গলে গিয়ে পড়ে। তিনি বলেন, ‘মালবাহী গাড়িতে কজন ছিল তা দেখিনি। তবে শুনেছি দুর্ঘটনার পরে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের মৃত্যু হয়েছে হাসপাতালে।’

উল্লেখ্য, দিন কয়েক আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। পাঁচজন গাড়িতে করে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অভয়ারণ্যে ঢুকে গিয়ে তিনজনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup