চিরকুটের সুরে অর্থহীনেও ছন্দপতন!

দেশের অন্যতম সাম্প্রতিক ব্যান্ড চিরকুট। একইভাবে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিউজিশিয়ান ইমন চৌধুরী। দুটো নামই ছিলো একে অপরের প্রতিধ্বনির মতো। যদিও সেটি এখন ধ্বনি থেকে প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে। কারণ, সম্প্রতি দলছুট হলেন ইমন চৌধুরী।

যদিও বিষয়টি নিয়ে নিদারুণ লুকোচুরি করছেন চিরকুট প্রধান সুমী আর দলছুট ইমন; দুজনেই সমানে সমান। হুম, দুজনের আলাপে এটুকু স্পষ্ট চিরকুটে আর নেই ইমন। মূল কারণ, ইমন এবার নিজেই কিছু করতে চাইছেন। যার প্রমাণ এরমধ্যে তিনি দিয়েছেন সিনেমা ও স্বাধীন গানচিত্রে। 

চিরকুটের এই ছন্দপতনের খবরটি বেশ হতাশা জুগিয়েছে সংগীতপ্রেমিদের কানে। কারণ, দলটির জন্য ইমনের হাত ছিলো অসম্ভব মধুর। ইমন-বিচ্ছেদের সুর হজম না হতেই সোমবার (৬ মার্চ) রাতে এলো আরও একটি দলছুটের প্রতিধ্বনি। না, এবার আর লুকোচুরি নয়। বরং প্রক্রিয়াটি শতভাগ উল্টো। অথচ এই ছন্দপতনটাও বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্য একই ওজনের বেদনাময়।

খবর, অর্থহীন ছাড়লেন গিটার ও কিবোর্ডিস্ট শিশির আহমেদ। যিনি গত ২০ বছর (২০০৩ সাল থেকে) ধরে দলটির সঙ্গে ছিলেন অত্যন্ত দরকারি সদস্য হিসেবে। সেই শিশিরকে আর অর্থহীনের হয়ে বাজাতে দেখা যাবে না মঞ্চে বা স্টুডিওতে। খবরটি নিশ্চিত করেছে খোদ ব্যান্ড অর্থহীন।

দলটির ফেসবুক পেজে সোমবার রাত ১১টার দিকে এই দুঃসংবাদটি দেওয়া হয়। লেখার ভাষায় স্পষ্ট, দলনেতা সুমনের বক্তব্য কিংবা অনুভূতিই প্রকাশ পেয়েছে তাতে। বেজবাবা সুমন ও শিশিরের একটি ছবি দিয়ে সেই অফিশিয়াল পোস্টে জানানো হয়, শিশিরের দলছুট হওয়ার বিস্তারিত। শুভকামনা জানানো হয় তার ভবিষ্যতের দিকেও। 

লেখা হয়, ২০০৩ সালে অর্থহীনের চতুর্থ অ্যালবাম ‘ধ্রুবক’ বের হয়েছিল। এই অ্যালবামে অর্থহীনের লাইনআপে একটা পরিবর্তন আসে। পিকলুর পাশাপাশি শিশির আহমেদ গিটারিস্ট ও কিবোর্ডিস্ট হিসেবে নিযুক্ত হয়। অর্থহীনের ২৫ বছরের যাত্রায় শিশির মিশে আছে প্রায় ২০ বছর ধরে। এই দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটলো এ মাসের ৩ তারিখ। 

এখানেই ঘোষণা শেষ নয়, ‘অত্যন্ত দুঃখের সাথে খুব অসম্ভব রকমের এই খবরটা আপনাদের সবাইকে দিতে হচ্ছে আজ (৬ মার্চ)! আমাদের শিশির ব্যক্তিগত কারণে ব্যান্ড ত্যাগ করেছে সেদিন (৩ মার্চ)। শিশিরের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তার কাছ থেকে আরও অনেক অসম্ভব সুন্দর গানের অপেক্ষায় থাকলাম আমরা সবাই।’

অর্থহীনের আনুষ্ঠানিক এই ঘোষণার পর শিশির তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে  দলছুটের বিষয়টি আরও বিস্তারিত তুলে ধরেন। তিনি লেখেন, ‘আপনারা জেনে হয়তো কষ্ট পাবেন যেভাবে আমার লাগছে। দীর্ঘ ২০ বছরের যাত্রা অর্থহীনের সাথে আমার এখানেই শেষ। অর্থহীনের সাথে যুক্ত নেই আর- এই চিন্তাই আমাকে অনেক কষ্ট দিচ্ছে। সুমন ভাইকে ধন্যবাদ আমাকে ছোট ভাইয়ের মতো এত বছর আগলে রাখার জন্য। তাকে ছাড়া হয়তো এতদূর আসা সম্ভব হতো না। শুভকামনা রইলো মার্ক, মহান, টিটু ভাই এবং সকল ম্যানেজমেন্ট টিমের জন্য।’ 

শিশিরের প্রতিশ্রুতি, ‘আমি সবসময় অর্থহীনের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। অর্থহীন এবং অর্থহীনের সব অদ্ভুত সদস্যের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো। কেননা আপনাদের ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। আমার সকল ব্যান্ড মেম্বারের প্রতি রইলো অনেক শুভকামনা। আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সবাই দোয়া করবেন আমার জন্য।’

অর্থহীন দলে এখন রইলো সুমন, মার্ক ও মহান।

ব্যান্ডের সাম্প্রতিক ছন্দপতনের সুর এখানেই শেষ নয়। ক’দিন আগে নিজের গড়া পার্থিব ব্যান্ডকে পাশ কাটিয়ে একক ক্যারিয়ার নিয়ে আগানোর ঘোষণা দিয়েছেন রুমন। তারও আগে শাফিন আহমেদকে ছাড়াই ছুটছে মাইলস, তেমন খবরও পাওয়া গেছে। এরমধ্যে সময়ের আরেক উজ্জ্বল ব্যান্ড আর্বোভাইরাস থেকে দলত্যাগের ঘোষণা দিলেন সুফি ম্যাভরিক। যে খবরগুলো সমৃদ্ধ ব্যান্ড বাংলাদেশের জন্য সুখকর নয় বলেই মনে করছেন বেশিরভাগ শ্রোতা-সমালোচক।