DC-W vs UPW-W WPL 2023 LIVE Score Updates Delhi Capitals vs Uttar Pradesh Warriorz Match 5 DY Patil Stadium

মুম্বই: উইমেন্স প্রিমিয়র লিগে (Womens Premier Leauge) আজ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলতে নামবে ইউপি ওয়ারিয়র্স (UP Warriors)। নিজেদের প্রথম ম্য়াচে দিল্লি ক্য়াপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালােরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে খেলতে নামবে। প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি ক্য়াপিটালস (Delhi Capitals)। দিল্লির ক্যাপ্টেন শেফালি ভার্মার (Sefali Verma) সঙ্গে অভিজ্ঞ মেগ ল্যানিং দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলে দিল্লির জয়ের ভিত গড়ে দিয়েছিলেন আগের ম্যাচে।

এদিকে, ডব্লিউপিএলে (WPL 2023) দাপটের সঙ্গে নাগাড়ে দ্বিতীয় ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসকে ১৪৩ রানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার ১৫৫ রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) নয় উইকেটে হারাল মুম্বই। এদিন বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও অপরাজিত ৭৭ রানের ইনিংস খেললেন হেইলি ম্যাথিউজ (Hayley Matthews)।

শুরু থেকেই দাপট

১৫৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই মুুম্বই ওপেনাররা আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন। ইয়াস্তিকা ও হেইলি ওপেনিংয়েই ৪৫ রান যোগ করেন। তবে প্রীতি বোসের বলে পঞ্চম ওভারে ২৩ রানে সাজঘরে ফেরেন ইয়াস্তিকা। অবশ্য ইয়াস্তিকা আউট হলেও, হেইলি কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। তাঁকে যোগ্য সঙ্গ দেন ন্যাট স্কিভার-ব্রান্ট। দ্বিতীয় উইকেটে ১১৪ রান যোগ করেন ন্যাট ও হেইলি। এই দুই তারকার পার্টনারশিপে ভর করেই ম্যাচ জিতে নেয় মুম্বই।

ন্যাট ব্যাটে নামার পর তো মুম্বইয়ের রান রেট আরও বেড়ে যায়। আরসিবির বোলারার ম্যাচে বিন্দুমাত্র প্রভাব ফেলতে ব্যর্থ হয়। মাত্র ২৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেন ন্যাট। হেইলির ৭৭ রান আসে ৩৮ বলে। এই জয়ের সুবাদে লিগ তালিকার শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের দখল আরও মজবুত করল। অপরদিকে, দুই ম্যাচের দুইটিতেই পরাজিত হয়ে লিগ তালিকায় আপাতত চার নম্বরে রয়েছে স্মৃতি মান্ধানার আরসিবি।