Fire in EM Bypass: দোলের সকালে শহরের বিলাসবহুল হোটেলের ২৩ তলায় আগুন, নিয়ন্ত্রণে আনল দমকল

দোলের সকালে ইএম বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে আগুন লেগে আতঙ্ক ছড়াল। আজ সকাল ১০টা নাগাদ মাঠপুকুর এলাকায় ওই বিলাসবহুল হোটেলে আগুন লাগে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় হোটেলের আবাসিকদের মধ্যে। অনেকেই হোটেল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট ফলে আগুন লেগে থাকতে পারে।

দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হোটেলের ২৩ তলার সার্ভার রুম থেকে আগুন লাগে। সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে হোটেল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পাশাপাশি সেখানকার আশেপাশের আবাসিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেন। হোটেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে খবর দেন দমকলে। কিছুক্ষণের মধ্যেই ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, আগুন লাগার পরেই বন্ধ করে দেওয়া হয় হোটেলের শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। পাশাপাশি হোটেলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও কিছুক্ষণ পরে বন্ধ রাখা হয়। এছাড়া ২০ এবং ২১ তলার কর্মীদের আবাসিকদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে আগুন নিয়ন্ত্রণ আসলে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করা হয়। প্রসঙ্গত, দিন কয়েক আগেই নাগেরবাজারের একটি বহুতলের ১৬ তলায় আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছিল। প্রথমে একটি ফ্ল্যাটে আগুন লাগে। জানলা দিয়ে দেখা যায় আগুনের লেলিহান শিখা। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কাছাকাছি পৌঁছনোর জন্য বিশেষ মই ব্যবহার করেন দমকল কর্মীরা। প্রাণ বাঁচাতে আবাসিকরা সকলেই বাইরে বেরিয়ে আসেন। আবার অনেকেই উঠে পড়েছিলেন বহুতলের ছাদে। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। এছাড়াও, গতকাল ঢাকুরিয়ার একটি শপিং কমপ্লেক্সের শাড়ির দোকানে আগুন লাগে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup