কলকাতা পর্যন্ত অনুব্রতকে নিরাপত্তা দিতে হবে রাজ্য পুলিশকেই, জানাল আসানসোল আদালত

কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতার কেন্দ্রীয় সরকারি হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা পর্যন্ত অনুব্রত মণ্ডলকে নিরাপত্তা দিতে হবে রাজ্য পুলিশকেই। সোমবার এমনই নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। যার ফলে দিল্লিযাত্রায় অনুব্রতর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জটিলতা কাটল বলে মনে করা হচ্ছে। আদালতের এই নির্দেশের পর কতক্ষণে অনুব্রতকে জেল কর্তৃপক্ষ কলকাতায় নিয়ে আসে এখন সেদিকেই নজর সবার।

সোমবার আসানসোল জেল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আসানসোল সিবিআই বিশেষ আদালতের বিচারক তাঁর নির্দেশে জানান, আসানসোল জেল থেকে কলকাতার কেন্দ্রীয় সরকার পরিচালিত হাসপাতাল পর্যন্ত অনুব্রতকে নিরাপত্তা দিতে হবে রাজ্য পুলিশকে। সেখানে চিকিৎসকরা অনুব্রতকে সুস্থ ঘোষণা করলে তাঁকে ইডির হেফাজতে সমর্পণ করবে কারা কর্তৃপক্ষ। যতক্ষণ অনুব্রত কারা কর্তৃপক্ষের হেফাজতে থাকবেন ততক্ষণ তাঁর নিরাপত্তার দায়িত্ব থাকবে রাজ্য পুলিশের কাছে। ইডির হেফাজতে যাওয়ার পর তাঁর নিরাপত্তার ব্যবস্থা করবে কেন্দ্রীয় বাহিনী।

হত শনিবার দিল্লি যাত্রা রুখতে অনুব্রতর রক্ষাকবচের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট। সঙ্গে একই মামলা ২টি আদালতে করায় তাঁকে ১ লক্ষ টাকা জরিমানা করেন বিচারপতি বিবেক চৌধুরী।