HS examination 2023: পরীক্ষার্থীর কাছে মোবাইল পেলেই বাতিল হবে উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন

আগামী ১৪ মার্চ থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে ২৭ মার্চ পর্যন্ত।এবার প্রায় কয়েক লাখ পরীক্ষার্থী জীবনের বড় পরীক্ষায় বসতে চলেছে। ফলে সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে যাতে এই পরীক্ষা সম্পন্ন করা যায় তারজন্য ইতিমধ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নেওয়া হবে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মোবাইল নিয়ে প্রবেশের ক্ষেত্রেও এবার কঠোর পদক্ষেপ করার কথা জানালেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মোবাইল-সহ কোনও পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ধরা পড়লে শুধু তার পরীক্ষাই বাতিল করা হবে না, রেজিস্ট্রেশনও বাতিল করা হবে বলে তিনি জানিয়েছেন।

মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মোবাইল নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রের প্রবেশের ক্ষেত্রে কড়া বার্তা দেন সংসদ সভাপতি। উল্লেখ্য, কোভিডের পরে এই ব্যাচের শিক্ষার্থীদের জন্য এটিই হবে প্রথম বোর্ড পরীক্ষা। তাই শিক্ষার্থীদের মানসিক চাপ সামলাতে গাইড করার জন্য সেখানে সেশনের আয়োজন করা হয়। চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘কোনও পরীক্ষার্থীর মোবাইল সহ ধরা পড়লে তাকে পরীক্ষায় যেমন বসতে দেওয়া হবে না তেমনি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনও বাতিল করা হবে।’

উল্লেখ্য, কয়েকদিন আগেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ চলতি বছরের পরীক্ষার জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, এ বছর প্রতিটি পরীক্ষা হলে দুজন করে পরিদর্শক নিয়োগ করা হবে এবং পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন রয়েছে কিনা তা নিশ্চিত করার পরই প্রশ্নপত্র বিতরণ করা হবে। এছাড়াও, পরীক্ষা শুরুর পর কোনও শিক্ষক ও শিক্ষাকর্মীর পরীক্ষার হল থেকে বাইরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। নজরদারিতে কোনও গাফিলতির অভিযোগ উঠলে সরকার পদক্ষেপ করবে বলে জানিয়েছে। পড়ুয়ারা যাতে কোনও অসৎ উপায় অবলম্বন না করে তার জন্য কড়া নজরদারি থাকবে। পরীক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এলে পদক্ষেপ করা হবে। ভেনু সুপারভাইজারদে আই ডি কার্ড দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নের সার্বিক সুরক্ষার দায়িত্ব তাঁদের। যে বিষয়ে পরীক্ষা সেই বিষয়ের শিক্ষক সেদিন সেই কক্ষে ডিউটি করতে পারবেন না। পরীক্ষা শুরুর পর ১ ঘণ্টা পর্যন্ত কাউকে টয়লেটে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না, এরকম ২০ দফা নির্দেশিকা জারি করেছে সংসদ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup