Ind Vs Aus: Steve Smith Defends Selection Amid Pitch Confusion Ahead Of Ahmedabad Test

আমদাবাদ: দল নির্বাচন ও পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় বইছে। এবার নিন্দুকদের দিকে পাল্টা তোপ দাগলেন অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেটারেরা।

আমদাবাদে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার (Ind vs Aus)। যে ম্যাচ কোন পিচে খেলা হবে তা নিয়ে রয়েছে ধন্দ। দুটি পিচ তৈরি রাখা হয়েছে। একটি পিচ লাল সুড়কির তৈরি। যে পিচে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। আরেকটি পিচে সুবিধা পাবেন পেসাররা।

এই ম্যাচ হবে অধিনায়ক হিসাবে স্টিভ স্মিথের (Steve Smith) ৩৮তম টেস্ট ম্যাচ। কোন পিচে খেলা হবে? স্মিথ বলেছেন, ‘জানি না। দুটো পিচ তৈরি করা হয়েছে দেখছি।’ যদিও মঙ্গলবার ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় একটিই পিচ পর্যবেক্ষণ করেছেন। যে পিচটি কালো মাটির তৈরি। দ্রাবিড় এ-ও বলেন যে, আর একটি পিচ কেন ঢেকে রাখা হয়েছে তিনি জানেন না। দ্রাবিড় বলেন, ‘আমরা এই পিচটাতেই খেলব। আর একটা পিচ কেন তৈরি রাখা হয়েছে জানি না। আমরা কিছু বলিনি।’

চলতি সিরিজে অজি পেসারদের গড় পঞ্চাশের ওপর। স্মিথের মতে, স্পিনারদের নিয়ে আক্রমণ সাজানোই সঠিক। স্মিথ বলেছেন, ‘দেশে বসে মন্তব্য করাটা ভীষণ অদ্ভুত। লোকে বলছে কেন আমরা একজন পেসার ও তিন স্পিনার খেলাচ্ছি। এই ধরনের পিচ দেখলে চিন্তাভাবনা করতে হয়। যেন মনে হয় ৬ দিনে ১১ ইনিংস খেলা হয়েছে। স্পিনাররাই বেশিরভাগ উইকেট নিয়েছে আর স্পিনারদের খেলা কতটা কঠিন সেটাও বোঝা যাচ্ছে। তারপরেও এই ধরনের ধারাভাষ্য হয় ভেবে অবাক লাগে।’

তবে অস্ট্রেলিয়া যে তিন স্পিনার নিয়ে খেলবে, তার ইঙ্গিত দিয়েছেন স্মিথ। বলেছেন, ‘আমরা জানি আমরা কী করছি। নিজেদের ওপর বিশ্বাস রয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি তিন স্পিনার নিয়ে খেলেও জেতা যায়।’

পিচ নিয়ে ধোঁয়াশা

ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) টেস্ট সিরিজের বাইশ গজ নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষণই নেই। চার টেস্ট ম্যাচের সিরিজ়ের তিনটি টেস্ট খেলা হয়েছে। তিন কেন্দ্রের পিচ নিয়েই উঠেছে প্রশ্ন। চতুর্থ টেস্টের পিচও কি বিতর্কবিদ্ধ হতে চলেছে?

টেস্ট সিরিজে ভারত ২-১ এগিয়ে রয়েছে। আইসিসি জানিয়েছে, নাগপুর, দিল্লি ও ইনদওরের পিচ নিয়ে তারা খুশি নয়। এবার আমদাবাদের পিচ নিয়েও শুরু হয়েছে বিতর্ক।

৯ মার্চ, বৃহস্পতিবার থেকে সিরিজের শেষ টেস্ট শুরু হওয়ার কথা। তার ৪৮ ঘণ্টা আগে এখনও নাকি পিচ তৈরিই হয়নি। এই পরিস্থিতিতে ভারতীয় ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলেছে রাজ্য ক্রিকেট সংস্থা। গুজরাত ক্রিকেট সংস্থার এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, কী ধরনের পিচ তৈরি করা উচিত তা নিয়ে সংশয়ে ভারতীয় ক্রিকেট দল। তাই এখনও দলের তরফে তাঁদের কাছে কোনও নির্দেশ আসেনি। সেই কারণে পিচ তৈরি করতে সময় লাগছে।

গুজরাত ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, ‘আমরা এখনও ভারতীয় ম্যানেজমেন্টের কাছ থেকে পিচ নিয়ে কোনও নির্দেশ পাইনি। তাই আমাদের পিচ প্রস্তুতকারকরা সাধারণ পিচ তৈরি করছে। গোটা মরসুমে এখানে যেমন পিচ হয় তেমনই পিচ তৈরি হচ্ছে।’ যদিও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুই ধরনের পিচ প্রস্তুত করা হচ্ছে। মনে করা হচ্ছে, অজি শিবিরকে ধাঁধায় রাখতেই এই কৌশল ভারতের। যাতে ম্যাচের আগে টিম কম্বিনেশন ঠিক করতে সমস্যায় পড়ে অস্ট্রেলিয়া।                               

আরও পড়ুন: আমদাবাদের পিচ নিয়ে রহস্য, বাইশ গজ নিয়ে ধোঁয়াশা রাখছে বোর্ড?