Bharat Matrimony Video Controversy: ‘ভারত ম্যাট্রিমোনি’র নয়া বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, বয়কটের ডাক! প্রসঙ্গে ধর্মীয় ভাবাবেগ

‘ভারত ম্যাট্রিমোনি’তে পোস্ট করা নয়া ভিডিয়ো ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে ২০২৩ হোলির দিন পড়েছিল ‘আন্তর্জাতিক মহিলা দিবস’এর দিন। সেই দিনে ‘ভারত ম্যাট্রিমোনি’র একটি বিশেষ বিজ্ঞাপন সামনে আসে। সেই বিজ্ঞাপনে মহিলারা যা যা সমস্যার মুখে পড়েন, তা নিয়ে আলোচনা তুলে ধরা হয়, পাশাপাশি হোলি উৎসব উদযাপন না করার প্রসঙ্গ তোলা হয়। তবে ইউজারদের একপক্ষ মনে করছে, এই বিজ্ঞাপন একটি বিশেষ ধর্মীয় ভাবধারাকে টার্গেট করছে। অন্যদিকে, আরেক পক্ষের নেটনাগরিকদের ধারণা, সমাজের বাস্তবিক কিছু ইস্যুকে সামনে তুলে ধরেছে এই বিজ্ঞাপন।

সোশ্যাল মিডিয়া জুড়ে হ্যাশট্যাগ ‘বয়কট ভারত ম্যাট্রিমোনি’ ট্রেন্ড করছে। ভারত ম্যাট্রিমনির যে বিজ্ঞাপন ঘিরে তুলকালাম বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে টুইটার পোস্টে লেখা রয়েছে,’এই বছরের নারী দিবসে এবং হোলিতে উদাযপন করা যাক আরও বেশি নিরাপদ, ও আরও বেশি অন্তর্ভূক্তি মূলক জায়গা তৈরি করা হোক। যে চ্যালেঞ্জের মুখোমুখি জনসাধারণের মধ্যে মহিলারা সর্বক্ষণ পড়েন, সেই চ্যালেঞ্জকে স্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ, এছাড়াও একটি এমন সমাজ গড়ে তুলতে হবে, যা তাঁদের সত্যিকারের সম্মান দেবে আজ ও সারাজীবনভর।’ উল্লেখ্য, যে বিজ্ঞাপন নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছে, সেই বিজ্ঞাপনে এক মহিলাকে দেখানো হয়েছে। সেই মহিলার মুখে নানান রকমের রঙ ছেয়ে রয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুখে লাগানো হোলির রঙ তিনি জল দিয়ে ধুয়ে ফেললেও তাঁর মুখে লাগা আঘাতের দাগ তুলতে সমর্থ হননি তিনি। আর সেখানেই ভিডিয়োতে একটি টেক্সট উঠে আসছে, যেখানে লেখা রয়েছে, ‘কিছু রঙের দাগ কোনওদিনওই যায় না।’ (পায়রার পায়ে বাঁধা সন্দেহজনক ডিভাইস, ডানায় লেখা ‘বার্তা’! ওড়িশায় তীব্র চাঞ্চল্য)

খুব চটজলদি এই ভিডিয়ো ভাইরাল হতে থাকে। একজন নেটনাগরিক প্রশ্ন তুলেছেন,’ বহু মহিলাই ট্রেনে, বাসে জনতার মাঝে নানান জায়গায় হেনস্থার শিকার হন। তাহলে কি তা বাস বা ট্রেনের সমস্যা? ‘ উল্লেখ্য, ভারত ম্যাট্রিমোনির ওই বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে, মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কিছু বার্তা। হোলির মধ্যেও নানান ধরনের অমানবিক পরিস্থিতির স্বীকার হয়ে থাকেন বহু মহিলা, এই বার্তাকেই সামনে রেখে ভারত ম্যাট্রিমনির বিজ্ঞাপন পেশ করা হয়েছে। তবে সেখানে হোলি উদযাপন থেকে বিরত থাকার যে বার্তা দেওয়া হয়েছে, তা নিয়েই সরগরম নেটপাড়া।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup