IPL 2023: Aiden Markram And Fellow South African Players Might Miss Start Of The Tournament Claims Report

নয়াদিল্লি: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, এ মাসেরই ৩১ তারিখ শুরু হয়ে যাবে এ মরসুমের আইপিএল (IPL 2023)। ইতিমধ্যেই ধীরে ধীরে ফ্রাঞ্চাইজিগুলি নিজেদের অনুশীলনও শুরু করে দিয়েছে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই এক রিপোর্ট আইপিএলের একাধিক ফ্রাঞ্চাইজির কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। রিপোর্টে দাবি করা হচ্ছে আইপিএলের শুরুর দিকের ম্যাচে দক্ষিণ আফ্রিকান নিজেদের ফ্রাঞ্চাইজিগুলির হয়ে মাঠে নামতে পারবেন না।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ

খবর অনুযায়ী, প্রোটিয়া দল আইপিএলের প্রাক্কালেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে (SA vs NED) দুই ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলব। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩১ মার্চ ও ২ এপ্রিল দক্ষিণ আফ্রিকার দুইটি ওয়ান ডে ম্যাচ খেলার কথা। সেই সিরিজে দক্ষিণ আফ্রিকার হয়ে যে সকল তারকারা স্কোয়াডে সুযোগ পাবেন, তাঁদের আইপিএলের শুরুর ম্যাচগুলি খেলা সম্ভব হবে না বলেই খবর। এই তালিকায় দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মারক্রাম (Aiden Markram), তারকা বোলার কাগিসো রাবাডারা (Kagiso Rabada) রয়েছেন।    

সানারইজার্স হায়দরাবাদের ওপরে এক্ষেত্রে বড় প্রভাব পড়তে চলেছে। কারণ তাঁদের ফ্রাঞ্চাইজির অধিনায়ক মারক্রাম এবং তাঁর পাশাপাশি হেনরিখ ক্লাসেন এবং মার্কো জানসেনের মতো আরও দুই প্রথম সারির প্রোটিয়া তারকা রয়েছে অরেঞ্জ আর্মির দলে। এছাড়াও গুজরাত টাইটান্স ডেভিড মিলার, লখনউ কুইন্টন ডি কক ও দিল্লিকে আনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিদিকে ছাড়াই মাঠে নামতে হতে পারে। ট্রিস্টান স্টাবস দলে সুযোগ পেলে প্রভাব পড়তে পারে মুম্বই ইন্ডিয়ান্সের ওপরও।       

চাপে প্রোটিয়া দল

এ বছরের শেষের দিকে ভারতেই আয়োজিত হতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্থান এখনও পাকা নয়। সুপার লিগের প্রথম আটে থাকা দলগুলিই সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে। বাকিদের কোয়ালিফায়ার খেলই মূলপর্বে নিজেদের জায়গা পাকা করতে হবে। দক্ষিণ আফ্রিকা আপাতত নয় নম্বরে রয়েছ। তাঁরা বাকি ম্যাচগুলিতে ভাল না খেললে তাঁদের কোয়ালিফায়ার খেলতে হতে পারে। তা যাতে না হয়, সেই কারণেই সম্ভবত নেদারল্যান্ডসের বিরুদ্ধে মারক্রামদের খেলানোর পরিকল্পনা করতে পারে দক্ষিণ আফ্রিকা বোর্ড। শোনা যাচ্ছে প্রোটিয়া বোর্ডের তরফে মারক্রামদের এই সিরিজে খেলতে দেওয়ার জন্য বিসিসিআইয়ের (BCCI) কাছে অনুরোধও করা হয়েছে।

আরও পড়ুন: নতুন ইনিংস শুরু হাসারাঙ্গার, ক্লিন বোল্ড! আরসিবির শুভেচ্ছাবার্তা সোশ্যালে ভাইরাল