MP’s marriage proposal in parliament: ‘বিয়ে করে নেওয়া উচিত’, সংসদেই প্রোপোজ সাংসদের, বললেন, ‘বাচ্চাদের ঘুমানোর পর…’

সংসদ মানেই যেন গম্ভীর বিষয়। গুরুতর সব বিষয় চলবে কথাবার্তা। তারইমধ্যে অস্ট্রেলিয়ার সাংসদে এক রাজনীতিবিদ এমন কাজ করলেন যে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। সংসদে নিজের ভাষণের শুরুতেই নিজের পার্টনারকে প্রোপোজ করেন ওই সাংসদ। তবে সংসদের মধ্যে আংটি আনার নিয়ম না থাকায় কিছুটা আক্ষেপও প্রকাশ করেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, ‘ইয়েস’ জবাব পেয়েছেন সাংসদ।

অস্ট্রেলিয়ার সংসদে নিজের ভাষণের শুরুতেই ভিক্টোরিয়া প্রদেশের এক সাংসদ নাথান ল্যামবার্ট বলেন, ‘আমার মনে হয় যে আমাদের বিয়ে করে নেওয়া উচিত (হাসিমুখে এবং একরাশ লজ্জা নিয়ে)। আমি এখন রিং বের করব না। কারণ কোনওরকম অলঙ্কার নিয়ে আসার নিয়ম নেই। তবে এই মুহূর্তে সুরক্ষিতভাবে সেই রিং রাখা হয়েছে। আমাদের সন্তানরা ঘুমিয়ে পড়া এবং আমরা ক্লান্ত হয়ে পড়ে যাওয়ার মধ্যে যে ১০ মিনিট আছে, সেইসময় আজ রাতে অত্যন্ত রোম্যান্টিকভাবে সেই রিং বের করার পরিকল্পনা করছি।’

নাথান যখন সংসদে পার্টনার নোয়া এরলিচকে প্রোপোজ করছিলেন, তখন বাকি সাংসদরাও সেই মুহূর্ত উপভোগ করতে থাকেন। হাততালি দিতে থাকেন তাঁরা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, পার্টনারকে বিয়ের রিং দেওয়ার জন্য রাত পর্যন্ত অপেক্ষা করেননি নাথান। ভাষণ শেষ হওয়ার পরেই পার্টনারকে রিং দেন। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইলেক্টরেটে প্রেস্টনের প্রতিনিধি নাথান বলেন, ‘ও হ্যাঁ বলেছে। যা দুর্দান্ত বিষয়।’

আরও পড়ুন: Babies In Womb To Get Gita Lessons: মায়ের পেট থেকে শিখতে হবে গীতা-রামায়ণ, শিশুদের সংস্কার শেখানোর নতুন পথ আরএসএস-এর

কেন এরলিচকে সংসদের মধ্যেই প্রোপোজ করেন, সেই কারণও জানিয়েছেন নাথান। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রোপোজের সময়টা অত্যন্ত স্পেশাল করে তুলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার সাংসদ। নাথানের কথায়, ‘কোনওরকম ছুটি নেওয়ার পরিকল্পনা করা হয়নি বা সাধারণত মানুষ যা করেন, সেরকম কিছু করা হয়নি। এটা একটা সুযোগ হিসেবে মনে হয়েছিল।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)