Prostate cancer: প্রস্টেট ক্যানসারের এই লক্ষণগুলি প্রায়ই এড়িয়ে যান অনেকে, কখন সাবধান হতেই হবে

এখনকার সময়ে অনিয়মিত জীবনযাপনের মাত্রা অধেকটাই বেড়ে গিয়েছে। এর পাশাপাশি খাওয়াদাওয়াতেই বদল এসেছে। অনেক সমীক্ষার মতে, জীবনযাত্রার এই বদলের জন্যই বাড়ছে ক্যানসারের হার। সারা বিশ্বে এই মারণরোগটির হার ক্রমেই বেড়ে চলেছে। চিকিৎসা পদ্ধতি উন্নত হলেও কমছে না রোগীর হার। আসলে এই মরণরোগের পিছনে বেশ কয়েকটি কারণের কথা বলেন চিকিৎসকরা। তার মধ্যে অন্যতম হল অনিয়মিত জীবনযাপন ও অতিরিক্ত ওজন।

আরও পড়ুন: গোপনাঙ্গে খুব সমস্যা, লিঙ্গটাই কেটে বাদ দিলেন চিকিৎসক! ক্ষুব্ধ রোগী যা করলেন

আরও পড়ুন: সপ্তম আশ্চর্যের ভিতর লম্বা সুড়ঙ্গ! তোলপাড় সারা বিশ্বে, কোন রহস্য লুকিয়ে সেখানে

প্রস্টেট ক্যানসার বিভিন্ন ধরনের ক্যানসারের মধ্যে গুরুতর ক্যানসার। পুরুষদের এই ক্যানসার বেড়েই চলেছে সারা বিশ্বে। ভারতে প্রস্টেট ক্যানসারের হার যথেষ্ট বেশি। প্রতি এক লাখ জনসংখ্যায় ১৮ থেকে ১৯ জন এই রোগে আক্রান্ত হন। প্রস্টেট পুরুষদের একটি যৌনাঙ্গ। এই অঙ্গে ক্যানসার হলে নষ্ট হয়ে যায় প্রজনন ক্ষমতা। শুধু তাই নয়, পুরুষদের ক্যানসারের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এই ক্যানসার। প্রতি ৮জন পুরুষের মধ্যে একজনের এই ক্যানসার হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও রোগটি সাধারণত ধরা পড়ে ৬৯-৭০ বছর বয়সে। প্রস্টেট ক্যানসার নিয়ে কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক? চলুন দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: তিন ঘণ্টা থেমে রইল হার্ট! তার পরেও বেঁচে উঠল ২০ মাসের খুদে, কোন ম্যাজিকে

আরও পড়ুন: মায়ের শাসন নিয়ে ‘তীব্র প্রতিবাদ’ একরত্তির! একগুচ্ছ অভিযোগ তার, ভাইরাল ভিডিয়ো

ইনস্টিটিউট অফ অঙ্কোলজি, ক্যানসার কেয়ারের চিকিৎসক এস রাজা সুন্দরম হিন্দুস্তান টাইমসকে জানাচ্ছেন, অন্যান্য ক্যানসারের থেকে প্রস্টেট ক্যানসার একটু আলাদা। এই ক্যানসারে প্রায়ই রোগ লক্ষণ বোঝা যায় না। তাহলে কী করে রোগটি বোঝা সম্ভব? চিকিৎসক জানাচ্ছেন, প্রস্টেট ক্যানসার হচ্ছে কিনা তার জন্য নিয়মিত পরীক্ষা করানো দরকার। প্রস্রাবের সময় কোনও সমস্যা হলে সেই লক্ষণগুলি এড়িয়ে চলা ঠিক নয়। অনেকসময় প্রস্রাব করার সময় সহজে প্রস্রাব হতে চায় না। বারেবারে প্রস্রাব পায়। এই লক্ষণগুলি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এছাড়াও অনেকের কোমরের পিছনদিকে ব্যথা হয়। তেমন ব্যথা হলেও সতর্ক হন। এছাড়াও, যৌনজীবনে কোনও সমস্যা হলেও সেই ব্যাপারে সতর্ক হতে হবে বলে জানান চিকিৎসক সুন্দরম।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup