Ind Vs Aus Day 2 Tea Break Update: Australia 409/7 Against India At Narendra Modi Stadium At Ahmedabad

আমদাবাদ: সকালে ছিল অস্ট্রেলিয়া ব্যাটারদের দাপট (Ind vs Aus)। লাঞ্চের পর ভারতীয় শিবিরে কিছুটা আশার সঞ্চার করলেন আর অশ্বিন (R Ashwin)। দ্রুত তিন উইকেট তুলে নিলেন তামিলনাড়়ুর অফস্পিনার। শুক্রবার প্রথম সেশনে যেখানে ২৯ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯২ রান তুলেছিল অস্ট্রেলিয়া, সেখানে লাঞ্চের পর চা পানের বিরতি পর্যন্ত দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ৬২ রানে ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে অজিদের স্কোর চারশো পেরিয়েছে। চা পানের বিরতিতে ৪০৯/৭ তুলেছে অস্ট্রেলিয়া।

এই টেস্টের ফলের ওপর নির্ভর করে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) ভাগ্য। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে (Ind vs Aus)। তাদের প্রতিপক্ষ কারা হবে, ভারত না শ্রীলঙ্কা, তা অনেকটাই দাঁড়িয়ে রয়েছে আমদাবাদ টেস্টের ফলাফলের ওপর। আর কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করতে কি না সেই ম্যাচকেই বেছে নিলেন ক্যামেরন গ্রিন (Cameron Green)!

ভারতের ওপর প্রবল চাপ তৈরি করে সেঞ্চুরি গ্রিনের। টেস্টে তাঁর প্রথম তিন অঙ্কের রান। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে একটিও উইকেট তুলতে পারেনি ভারত। 

প্রথম দিনের ২৫৫/৪ স্কোর নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিন লাঞ্চের সময় অস্ট্রেলিয়ার স্কোর পৌঁছে যায় ১১৯ ওভারে ৩৪৭/৪। প্রথম সেশনে ২৯ ওভারে ৯২ রান যোগ করেন গ্রিন ও খাওয়াজা। ৯৬ রানে অপরাজিত ছিলেন গ্রিন। লাঞ্চের পরই তিনি সেঞ্চুরি পূর্ণ করেন।

 


তবে লাঞ্চের পর এক ওভারে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দিলেন আর অশ্বিন। তাঁর বলে স্যুইপ করতে গিয়ে কট বিহাইন্ড হন গ্রিন (১১৪ রান)। লেগস্টাম্পের অনেক বাইরে দুরন্ত ক্যাচ ধরেন উইকেটকিপার কে এস ভরত। সেই ওভারেই কোনও রান না করে ফেরেন অ্যালেক্স ক্যারি। তারপর মিচেল স্টার্ককেও (৬) ফেরান অশ্বিন।

আউট হওয়ার আগে অবশ্য পঞ্চম উইকেটে খাওয়াজার সঙ্গে ২২৭ রানের বিরাট পার্টনারশিপ গড়েন গ্রিন। ১৭০ বলের ইনিংসে তিনি মেরেছেন ১৮টি বাউন্ডারি। অন্যদিকে ২১টি বাউন্ডারি সহ ১৮০ রান করে ক্রিজে রয়েছেন খাওয়াজা। তাঁর সঙ্গে ক্রিজে আছেন নাথান লায়ন। করেছেন ৬ রান। 

আরও পড়ুন: ভারতই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে, শ্রীলঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ মঞ্জরেকর