Road accident in Haldia: ভোজ্যতেল বোঝাই ট্রাক উলটে গেল জাতীয় সড়কে, সংগ্রহ করতে হুড়োহুড়ি স্থানীয়দের

জাতীয় সড়কে উলটে গেল ভোজ্যতেল বোঝাই ট্রাক। ঘটনায় দুজন জখম হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হলদিয়ার মেচেদা জাতীয় সড়কে। এদিন ট্রাক উলটে যাওয়ার পরে ১১৬ নম্বর জাতীয় সড়কে তেল কুড়োতে গিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায় স্থানীয়দের মধ্যে। ঘটনায় যান চলাচল বেশি কিছুক্ষণ ধরে ব্যহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে স্বাভাবিক হয় যান চলাচল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোজ্য তেল বোঝাই ওই ট্র্যাক হলদিয়া যাওয়ার পথে মেচেদা ১৬ নম্বর জাতীয় সড়কের ফতেপুরের কাছে উলটে যায়। এই ঘটনায় ট্রাকের চালক এবং খালাসি আহত হয়েছেন। দুর্ঘটনার পরে তড়িঘড়ি স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে সেখানে ছুটে আসে পুলিশ। সেখান থেকে তাদের উদ্ধার করে নন্দকুমারের খেজুরবেরিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, জাতীয় সড়ক ধরে ট্রাকটি হলদিয়ার দিকে যাচ্ছিল। সেই সময় ফতেপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ট্রাকে ভোজ্যতেল ভরতি থাকায় দুর্ঘটনার পরেই রাস্তার উপরে তেল ছড়িয়ে পড়ে। এদিকে, এই ঘটনার পর সেখানে ছুটে আসেন এলাকার মানুষ। তারা তেল সংগ্রহ করতে শুরু করেন। পরে পুলিশ এসে ট্রাকটিকে সরিয়ে নেয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় গাড়ি চালক এবং খালাসি আহত হয়েছে। তাদের দুজনকে তৎপরতার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সুস্থ রয়েছেন।

অন্যদিকে, ট্রাক থেকে ভোজ্যতেল রাস্তার উপর ছড়িয়ে পড়ে। সকালের আলো ফুটে উঠতেই এলাকার মানুষ খবর পেয়ে তেল সংগ্রহ শুরু করেন সেখানে গিয়ে। এর ফলে বিশৃঙ্খলা তৈরি হয়। পরে পুলিশ এসে ট্রাকটি সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনায় আহত গাড়ির চালক ও খালাসিকে প্রথমে নন্দকুমারের খেজুরবেড়িয়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, দিন চারেক আগে শিলিগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জন পর্যটকের। তারা অসম থেকে শিলিগুড়ির দিকে আসছিলেন। সেই সময় বেঙ্গল সাফারি পার্কের কাছে এই পথ দুর্ঘটনা ঘটে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup