সাদা খাতায় চাকরি পেয়েছিলেন, গ্রুপ সিতে বরখাস্ত বারাসতের প্রাক্তন TMC কাউন্সিলর

SSC গ্রুপ সির বরখাস্তদের তালিকাতেও রয়েছে একাধিক তৃণমূল নেতা ও আত্মীয় – ঘনিষ্ঠদের নাম। নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ের নাম। সেই তালিকায় নাম পাওয়া গেল তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলরের। SSC-র প্রকাশ করা OMR শিট অনুসারে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তিনি।

SSC গ্রুপ সির চাকরি বাতিল হওয়াদের তালিকায় রয়েছে বারাসত পুরসভার প্রাক্তন তৃণমূলি কাউন্সিলর দোলন বিশ্বাসের নাম। এসএসসির প্রকাশ করা তালিকা অনুসারে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তিনি। স্কুলের প্রধান শিক্ষক বলেন, ২০১৭ সালে উনি এই স্কুলে করণিক পদে চাকরিতে যোগদান করেন। তবে প্রথমে এব্যাপারে আমি কিছুই জানতাম না। তবে শুক্রবার স্কুলে দেখা পাওয়া যায়নি দোলনের। প্রধান শিক্ষক জানান শারীরিক অসুস্থতার কারণে তিনি ছুটি নিয়েছেন।

ওদিকে দোলন বিশ্বাসের বাড়িতে গিয়ে জানা যায়, সেখানেও নেই তিনি। তাঁর মা বলেন, মেয়ের শরীর খারাপ। ডাক্তার দেখাতে গেছে। ও এমএ পাশ করেছে। তাই চাকরি পেতেই পারে। এর মধ্যে অস্বাভাবিক কী রয়েছে?

এই নিয়ে স্থানীয় এক বিজেপি নেতা বলেন, সাধারণ মানুষের চাকরি ও টাকা লুঠ করে সাম্রাজ্য তৈরি করেছেন এক একজন তৃণমূল নেতা। দোলনও তাদের একজন। এদের কঠিন শাস্তি দাবি করছি।