Breastfeeding in court: আদালত কক্ষে দুধ খাওয়াচ্ছেন! মাকে বেরিয়ে যাওয়ার নির্দেশ বিচারপতির, সমালোচনার ঝড়

হঠাৎ করেই একরত্তি শিশুর খিদে পেয়েছিল। দুধ খাওয়ার জন্য আনচান করছিল সে। তাই আদালতের কক্ষের মধ্যেই বুকের দুধ খাওয়াতে শুরু করেন মা। সেই সময় আদালতের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। আদালত কক্ষে এসে গিয়েছেন বিচারপতি। তাঁর হঠাৎই মনে হয়, মায়ের এই দুধ খাওয়ানোর দৃশ্য অন্যের অস্বস্তির কারণ হতে পারে। তাই দুধ খাওয়াচ্ছেন দেখতে পেয়েই তাঁকে বাইরে চলে যাওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে এ যুক্তিও খাড়া করেন, মায়ের দুধ খাওয়ানোর দৃশ্য অন্যদের মনোযোগ নষ্ট করতে পারে।

আরও পড়ুন: বৈষম্য ঘুচল, এবার মহিলারাও টপলেস নামতে পারবেন বার্লিনের সুইমিং পুলে

আরও পড়ুন: এত কম দিনে জন্ম সম্ভব? মাতৃগর্ভে সবচেয়ে কম সময় থাকার রেকর্ড দুই যমজ শিশু

সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি কোর্টে এমন দৃশ্যেরই সাক্ষী হল সারা বিশ্ব। বৃহস্পতিবার অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল ভিক্টোরিয়ান কাউন্টি আদালতের কাজকর্ম। উপস্থিত জনতার মধ্যেই ছিলেন এই মহিলা। তার সঙ্গেই ছিল একরত্তি দুধের শিশু। হঠাৎ করেই ভীষণ খিদে পায় তার। তাই বাধ্য হয়ে আদালত কক্ষেই তাকে দুধ খাওয়াতে শুরু করেন তার মা। সেই মুহূর্তে আদালত কক্ষে উপস্থিত ছিলেন বিচারপতি। তিনি দেখা মাত্রই এই ঘটনাকে মনোযোগ নষ্ট করার মতো ঘটনা বলে চিহ্নিত করেন। সেই সঙ্গে কক্ষ থেকে বার করে দেন মহিলাকে।

আরও পড়ুন: দিব্যি হাসে, গালে টোলও পড়ে, মিশরে উদ্ধার রহস্যময় মূর্তি! কী বলছেন বিশেষজ্ঞরা

আরও পড়ুন: কুচকুচে কালো কেঁচো যেন কিলবিল করছে থালায়! থাইল্যান্ডের এই পদ নাকি জিভে জল আনে!

মেলবোর্ন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নিশা খট এই ঘটনার তীব্র নিন্দা করেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, এই ঘটনা খুবই দুঃখের কারণ। এর আগে অস্ট্রেলিয়ার সংসদেও মায়েরা তাদের সন্তানকে প্রয়োজন মতো দুধ খাইয়েছেন। তাঁর কথায়, সকালের জলখাবার, দুপুরের খাবার বা রাতের খাবারের মতো শিশুদের খাওয়ার কোনও বাঁধাধরা সময় নেই। সে যখন খেতে চায় তখনই তাকে খাওয়াতে হয়। তাই আদলত কক্ষেই তাকে খাওয়াতে বাধ্য হন ওই মহিলা। এতে তার কোনও দোষ নেই। এছাড়াও, স্তন্যপান শিশুর জন্য খুব গুরুত্বপূর্ণ। এতে হঠাৎ করে বাধা দিলে শিশুর স্বাস্থ্যের ক্ষতি হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup