Elephant in Arambagh: তীর বেগে রাস্তায় ছুটে এল হাতি, শুঁড় দিয়ে স্কুটিকে নাড়াচাড়া করেই ঘটাল এই কাণ্ড! আরামবাগে যা ঘটল

রাস্তায় তখন তাণ্ডব জুড়ে দিয়েছে মত্ত হাতি। সামনে থাকা মানুষ তো বটেই, লেজ তুলে দৌড়তে দেখা যাচ্ছে ষাঁড়কেও! হুগলির আরামবাগের সদ্য এক ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট পাড়ায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তায় ছুটে বেড়াচ্ছে মত্ত হাতি। সামনে যা আসছে, তাকে কার্যত তছনছ করে দিচ্ছে সে!

যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে হাতির কীর্তি দেখে অনেকেই ‘জুমানজি’র তুলনা টেনে এনেছেন। ‘ফান ভাইরাল ভিডস’ এর তরফে এই ভিডিয়ো সামনে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ২ লাখ ভিউ নিজের দিকে টেনে নিয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, আরামবাগের একটি ওষুধের দোকানের ছবি। সেখানে অনেক মানুষই ভিড় করছিলেন আর চার পাঁচটা দিনের মতো। দোকানে খরিদ্দারের আসা যাওয়াও লেগে ছিল। ভিডিয়োয় দেখা গেল, এক ব্যক্তি তাঁর স্কুটিটি রেখেই দোকানে ঢুকলেন। ততক্ষণে রাস্তায় শোরগোল পড়ে গিয়েছে। তীর বেগে দৌড়চ্ছে ষাঁড়। ছুটোছুটি করছেন মানুষ। সকলেই প্রায় দিশাহারা। রাস্তা দিয়ে টোটোকেও দেখা গেল তীব্র বেগে বেরিয়ে যেতে। এদিকে, এই সবের মাঝে দেখা গেল হাতিটিকে! সে কার্যত ধুলো উড়িয়ে তেড়ে এল ওষুধের দোকানের সামনে। তখন ওষুধের দোকানে এক মহিলা সবে মাত্র উঠছিলেন। হাতির অবস্থা দেখে তিনি সরে যান। হাতি তখন কোনও দিকে তাকাচ্ছে না। দোকানের সামনে রাখা স্কুটিটির কাছে আসতেই তাতে আছাড় দেয়। মুহূর্তে পড়ে যায় স্কুটি। ( চিনে নরেন্দ্র মোদীকে কোন নামে ডাকা হয়? ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁদের মত কী)

আশপাশের মানুষ তখন প্রায় হতভম্ভ। এদিকে স্কুটিকে ফেলে দিয়ে ফের রণমত্ততায় তীব্র বেগে এগিয়ে যায় হাতি। বহু নেট নাগরিক ১৯৯৫ সালে রিলিজ হওয়া মার্কিন ফিল্ম ‘জুমানজি’র সঙ্গে এই মত্ত হাতির কাণ্ডের তুলনা করেছেন। অনেকেই আবার বলছেন, স্কুটি চালাতে গিয়ে তা না পেরে তাতে লাথি মেরে চলে যায় হাতিটি! অনেকে আবার ভিডিয়োর শেষে স্ক্রিনে আসা লালা শার্ট পরা ব্যক্তিকে নিয়েও মন্তব্য করেছেন। অনেকে আবার বলছেন,’ট্যারান্টিনো’ ফিল্মের প্রথম দৃশ্য মনে হচ্ছে এই ভিডিয়োকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক

https://htipad.onelink.me/277p/p7me4aup