Fans chant Jai Shree Ram in front of Mohammed Shami in Ahmedabad, video goes viral

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2023) স্পিনারদের সঙ্গে পাল্লা দিয়ে বোলিং করছেন মহম্মদ শামি (Mohammed Shami)। নাগপুর ও দিল্লির পর এবার আহমেদাবাদ (Ahamedabad) টেস্টেও দাপটের সঙ্গে বাইশ গজে আগুন ঝরালেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা জোরে বোলার। কিন্তু এহেন ‘সহেসপুর এক্সপ্রেস’-কে এতটা অপমানিত হতে হবে, কে জানত! চতুর্থ টেস্টের প্রথম দিন ফিল্ডিং করতে নামার সময় শামিকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে উঠেছিল ‘জয় শ্রীরাম’ (Jay Shree Ram) স্লোগান। সেই ভিডিয়ো ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি। যদিও এমন ঘটনার পরেও, বিসিসিআই (BCCI) কিংবা গুজরাত ক্রিকেট সংস্থা (Gujarat Cricket Association) থেকে কোনও বার্তা দেওয়া হয়নি। 

আরও পড়ুন: Shubman Gill: টেস্টে দ্বিতীয় শতরান করে কে এল রাহুলের উপর চাপ বাড়ালেন শুভমন

আরও পড়ুন: Rohit Sharma, BGT 2023: ফের বড় রান করতে ব্যর্থ হলেও, কোন বিশেষ নজির গড়লেন রোহিত? জেনে নিন

শামিও অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি। তবে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলা দর্শকদের হাত জোড় করে চুপ করতে বলেন সূর্যকুমার যাদব। বাকি তারকারা অবশ্য বিষয়টিকে একেবারেই পাত্তা দিতে চাননি। তাঁরা নিজেদের মধ্যেই কথাবার্তা বলে যান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে দর্শকদের এমন আচরণের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে। এরমধ্যে আবার চলতি টেস্টের প্রথম দিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন খোদ নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সেখানেই এমন ঘটনা সামনে আসার জন্য নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)