Rohit Sharma becomes 7th India batter to complete 17,000 international runs

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগপুর টেস্টে শতরানের পর থেকে ব্যাটে আর বড় রান নেই। তবুও চলতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের তৃতীয় দিন আন্তর্জাতিক ক্রিকটে ১৭ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন রোহিত শর্মা। এদিন সেট হয়েও ৫৮ বলে ৩৫ রানে আউট হন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ষষ্ঠ ভারতীয় হিসেবে এই নজির গড়লেন তিনি।

রোহিতের আগে সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar), বিরাট কোহলি (Virat Kohli), রাহুল দ্রাবিড় (Rahul Dravid), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম আছে। মোট ৪৩৮টি আন্তর্জাতিক ম্যাচে ভারত অধিনায়ক রানের এই শৃঙ্গে পৌঁছন। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে রোহিত অবশ্য বড় রান করতে পারেননি। 

আরও পড়ুন: Shakib Al Hasan Controversy: নতুন বিতর্ক! মেজাজ হারিয়ে ভক্তকে পেটালেন সাকিব, ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: Neymar: অস্ত্রোপচার সফল, কিন্তু কবে মাঠে ফিরবেন নেইমার?

মাস্টার ব্লাস্টার আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪,৩৫৭ রান করেন। বিরাট কোহলির রান ২৫,০৪৭। অবশ্য কোহলির রান আরও বাড়বে। কারণ এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিরাট এখনও  ব্যাট করতে নামেননি। রাহুল দ্রাবিড় করেছেন ২৪,০৬৪। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আন্তর্জাতিক রান ১৮,৪৩৩। মহেন্দ্র সিং ধোনি করেন ১৭,০৯২ রান। রোহিত এখন ১৭,০১৪ রানে দাঁড়িয়ে আছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)