Shubman Gill Scores A Century In Ahmedabad Test, India Is 292 Runs Behind Australia

আমদাবাদ: আমদাবাদ টেস্টে (Ahmedabad Test) পাল্টা লড়াই করছে ভারতীয় ব্যাটাররা (Indian Batsmen)। অস্ট্রেলিয়ার (Australia) প্রথম ইনিংসে ৪৮০ রানের জবাবে ম্যাচের তৃতীয় দিন চা পানের বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১৮৮-২। ঝকঝকে সেঞ্চুরি করেছেন শুভমন গিল (Shubman Gill)। ১৯৭ বলে ১০৩ রান করে ক্রিজে রয়েছেন শুভমন। তাঁর ইনিংসে রয়েছে দশটি ৪ ও একটি ৬। 

আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান, রোহিত শর্মা ও শুভমন, দিনের শুরুটা ভাল করেছিলেন। তবে ৩৫ রান করার পরে ম্যাথিউ কুনেমানের বলে মার্নাস লাবুশানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা। ৩৫ রান করেছেন ভারতীয় দলের অধিনায়ক। তিন নম্বরে ব্যাট করতে নেমে চেতেশ্বর পূজারা জুটি বাঁধেন শুভমনের সঙ্গে এবং ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান। দ্বিতীয় উইকেটে শুভমন এবং পূজারা ১১৩ রানে পার্টনারশিপ গড়েন। এরপরে টড মার্ফির বলে পূজারা এলবিডব্লিউ হয়ে যান ব্যক্তিগত ৪২ রানে। ক্রিজে নেমেছেন বিরাট কোহলি। চা পানের বিরতিতে তিনি কোনও রান করতে পারেননি। চার বল খেলে অপরাজিত রয়েছেন কোহলি। 

তবে দূরন্ত ব্যাটিং করছেন শুভমন এবং তাঁকে আটকানোর কোনও রাস্তাই বের করতে পারেননি অস্ট্রেলিয়ার বোলাররা। মিচেল স্টার্ক থেকে শুরু করে ক্যামেরন গ্রিন, নাথান লায়ন-সহ ওজি স্পিনাররাও শুভমনকে আটকে রাখতে ব্যর্থ। আপাতত ২৯২ রানে পিছিয়ে রয়েছে ভারত এবং এই টেস্ট ম্যাচের ওপর নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কারা হবে। ভারতে এই ম্যাচ ড্র করতেই হবে। আপাতত ভাল জায়গাতেই রয়েছে ভারত।

আরও পড়ুন: Ashwin Test Record: ভাঙলেন কুম্বলের রেকর্ড, আমদাবাদে নতুন মাইলফলক অশ্বিনের

প্রথম দিনের ২৫৫/৪ স্কোর নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিন লাঞ্চের সময় অস্ট্রেলিয়ার স্কোর পৌঁছে যায় ১১৯ ওভারে ৩৪৭/৪। প্রথম সেশনে ২৯ ওভারে ৯২ রান যোগ করেন গ্রিন ও খাওয়াজা। ৯৬ রানে অপরাজিত ছিলেন গ্রিন। লাঞ্চের পরই তিনি সেঞ্চুরি পূর্ণ করেন।

তবে লাঞ্চের পর এক ওভারে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দিলেন আর অশ্বিন। তাঁর বলে স্যুইপ করতে গিয়ে কট বিহাইন্ড হন গ্রিন (১১৪ রান)। লেগস্টাম্পের অনেক বাইরে দুরন্ত ক্যাচ ধরেন উইকেটকিপার কে এস ভরত। সেই ওভারেই কোনও রান না করে ফেরেন অ্যালেক্স ক্যারি। তারপর মিচেল স্টার্ককেও (৬) ফেরান অশ্বিন।

আউট হওয়ার আগে অবশ্য পঞ্চম উইকেটে খাওয়াজার সঙ্গে ২২৭ রানের বিরাট পার্টনারশিপ গড়েন গ্রিন। ১৭০ বলের ইনিংসে তিনি মেরেছেন ১৮টি বাউন্ডারি। অন্যদিকে ২১টি বাউন্ডারি সহ ১৮০ রান করে ক্রিজে রয়েছেন খাওয়াজা। তাঁর সঙ্গে ক্রিজে আছেন নাথান লায়ন। করেছেন ৬ রান। ৯১ রানে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন।