চাকরি গিয়েছিল আগেই, এবার বন্ধ ঘর থেকে উদ্ধার হল যুবকের নিথর দেহ

ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল গ্রুপ ডির চাররিচ্যুত এক যুবকের দেহ। সোমবার সকালে শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার ভাড়া বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি আত্মঘাতী হয়েছেন না অসুস্থতায় মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, নিয়োগ দুর্নীতিতে সম্প্রতি চাকরি চলে গিয়েছিল দিলীপ বিশ্বাস নামে ওই ব্যক্তির। জলপাইগুড়ির দোমোহনির বাসিন্দা হলেও দীর্ঘদিন শিলিগুড়ির দেশবন্ধুনগরের ভাড়াবাড়িতে একাই থাকতেন তিনি। চাকরি করতেন কোচবিহারের একটি স্কুলে।

নিহতের এক বন্ধু জানিয়েছেন, রবিবার রাতে ফোনে দিলীপ জানান, তাঁর বুকে ব্যথা করছে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি। সকালে লোকজন দিলীপবাবুর সাড়া না পেয়ে ডাকাডাকি করেন। কিন্তু লাভ হয়নি। এর পর খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরকে। তিনি এসে পুলিশ ডাকেন। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে খাটের ওপরে মশাড়ি জড়ানো অবস্থায় দিলীপবাবুর দেহ উদ্ধার করে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

কী করে যুবকের মৃত্যু হল তা এখনো স্পষ্ট নয়। ভাড়াবাড়ির মালিক জানিয়েছেন, রবিবারও যুবকের মধ্যে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেননি তিনি। হঠাৎ সকালে তাঁর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার সঙ্গে দিলীপবাবুর চাকরিচ্যুত হওয়ার কোনও যোগ রয়েছে কি না তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।