Bison attack death: প্রাতঃভ্রমণে বেরিয়ে বাইসনের গুঁতোয় প্রাণ গেল মহিলার, আতঙ্ক এলাকায়

মর্মান্তিক ঘটনা। মর্নিং ওয়াকে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না মহিলার। বাইসনের গুঁতোয় প্রাণ গেল ওই মহিলার। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকায় । মৃত মহিলার নাম রিমিলা হাজারি (৫৫)। মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় বারবার বন্যপ্রাণী প্রবেশ করায় বন বিভাগের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিমিলা হাজারি উত্তর মেন্দাবাড়ি এলাকারই বাসিন্দা। প্রতিদিনের মতো রবিবার সকালে তিনি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। সেই সময় আচমকা একটি বাইসন তাঁর সামনে চলে আসে। তিনি পালিয়ে যেতে চাইলে বাইসনটিও তাঁকে তাড়া করে। এরপর বাইসনটি সিং দিয়ে একের পর এক মহিলাকে আঘাত করে। ওই মহিলা পেট, বুকের পাঁজর এবং কপালে চোট পান। খবর পেয়ে মহিলা পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তড়িঘড়ি তাঁরা রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা।

মৃত মহিলা ছেলে পিন্টু হাজারি জানান, ‘ঘটনাটি ঘটেছে বাড়ির ঠিক পাশেই। আমার মা সকাল ৫টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। আমিও মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। পরে জানতে পারি বাইসনের হামলায় গুরুতর জখম হয়েছেন মা। সঙ্গে সঙ্গে আমি বন বিভাগকে ফোন করি। বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’ 

তাঁর অভিযোগ, এই এলাকায় প্রতিদিন বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর উৎপাত হয়ে থাকে। বিশেষ করে বাইসনের উৎপাত প্রতিদিনই হয়ে থাকে। এ বিষয়ে একাধিকবার বন বিভাগের কাছে অভিযোগ জানানো হয়েছে। তারপরেও কোনও কাজ হয়নি। বন বিভাগের পক্ষ থেকে কোন রকমের পদক্ষেপ করা হয়নি বলে তাঁর অভিযোগ। এর আগে বহু মানুষ বাইসনের হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে, এদিনই শিলিগুড়ির শুকনা গ্রাম পঞ্চায়েতের শিমুলবাড়ি এলাকায় চিতাবাঘের হামলায় আহত হয়েছেন তিনজন। খবর পেয়ে বনকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে, গৃহপালিত পশু নিয়ে যাওয়ার সময় আচমকা তাদের উপর হামলা চালায় চিতাবাঘ। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup