Burdwan road accident: ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারল বাস, আহত ১২ জন যাত্রী, আশঙ্কাজনক ৪

দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারলো যাত্রী বোঝাই বাস। ঘটনায় ১২ জন যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ফাগুপুর এলাকায়। দুর্ঘটনার জেরে বাসের সামনের অংশটি দুমরে মুচড়ে যায়। যাত্রীদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আবার অনেকেই এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার সকাল ১০টা নাগাদ বরাকর থেকে কৃষ্ণনগর গামী একটি যাত্রী বোঝাই বাস বর্ধমান শহরে আসছিল। সেই সময় কাশিমপুর গ্ৰাম সংলগ্ন ফাগুপুরে জিটিরোডের ধারে একটি ডাম্পার দাঁড়িয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটিতে সজোরে ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই বাস। বাসটির গতি এতটাই ছিল যে সামনের দিকের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় জখম হন বাসের ১২ জন যাত্রী। স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। আহত যাত্রীদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কজনক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পুলিশ।

রফিক উদ্দিন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন। ডাম্পারটি দাঁড়িয়েছিল সে সময় বাসটি সজোরে ধাক্কা মারে। এরফলে বাসে থাকা যাত্রীদের বেশিরভাগই মাথায়, মুখে এবং হাতে চোট পেয়েছেন। খবর পেয়ে সেখানে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন আহতদের আত্মীয়-স্বজন। বলেই দাস নামে এক ব্যক্তি জানান, দুর্ঘটনায় তাঁর শ্বশুর শাশুড়ি আহত হয়েছেন। তাঁরা বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন। তার মধ্যে একজনের পা ভেঙে গিয়েছে এবং আর একজনের চিকিৎসা চলছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কেন ডাম্পারে সজরে ধাক্কা মারল তা জানার চেষ্টা করছে পুলিশ। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিনের দুর্ঘটনার পর ওই রাস্তায় বেশ কিছুক্ষণ ধরে যানজট দেখা দেয়। পরে বাসটি সরিয়ে নিয়ে যাওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup