DC-W vs RCB-W, Match Highlights: টানা পাঁচটি হার আরসিবির, ৬ উইকেটে দুরন্ত জয় দিল্লি ক্যাপিটালসের

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরকে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল শেফালি ভার্মার দল। একই সঙ্গে টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখতে হল আরসিবিকে।&nbsp;</p>
<p style="text-align: justify;">১৫১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই শেফালি ভার্মার উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। বোর্ডে ১ রান উঠতেই প্রথম উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। খাতা খোলার আগেই ফিরে যান শেফালি। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ক্যাপ্টেন মেগ ল্য়ানিং। এলিস ক্যাপসি ৩৮ রান করেন। জেমিমা রডরিগেজ ৩২ রান করেন। ১৯. ৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি ক্য়াপিটালস।&nbsp;</p>
<p style="text-align: justify;">এর আগে,&nbsp;উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৫০ রান বোর্ডে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ব্যাট হাতে দুরন্ত অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেললেন এলিসা পেরি। ৫২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন অজি তারকা ক্রিকেটার। তাঁর অর্ধশতরানের ওপর নির্ভর করেই মূলত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৫০ রান তুলে নেয় আরসিবি।</p>
<p>এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের ক্য়াপ্টেন শেফালি ভার্মা। ব্য়াট করতে নেমে ব্য়ক্তিগত ৮ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন আরসিবি ক্য়াপ্টেন স্মৃতি মন্ধানা। এরপর সোফি ডিভাইনের সঙ্গে জুটি বাঁধেন এলিসা পেরি। বল হাতেই বেশিরভাগ ২২ গজে নজর কেড়ে থাকেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার সুন্দরী তারকা ক্রিকেটারের যে ব্য়াটের হাতটাও খারাপ না, তা এদিন বুঝিয়ে দিলেন পেরি। সোফি ২১ রানে ফিরে গেলেও নিজের অর্ধশতরান পূরণ করেন পেরি। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান এলিসা।&nbsp;</p>
<p>শেষের দিকে এসে পেরিকে যোগ্য সঙ্গ দেন বাংলার রিচা ঘোষ। শিলিগুড়ির মেয়ে রিচা ১৬ বলে ঝোড়ো ৩১ রানের ইনিংস খেলেন এদিন। ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান রিচা। দিল্লি ক্যাপিটালসের শিখা পাণ্ডে বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন।&nbsp;</p>
<p><strong>শ্রেয়সের চোট</strong></p>
<div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle">
<div class="uk-text-center">
<div id="div-gpt-ad-6601185-5" class="ad-slot" data-google-query-id="CNHhvpvH2f0CFXXCcwEdhSEKnQ">
<div id="google_ads_iframe_/2599136/ABP_WEB/abp_web_as_inarticle_1x1_0__container__"><iframe id="google_ads_iframe_/2599136/ABP_WEB/abp_web_as_inarticle_1x1_0" tabindex="0" title="3rd party ad content" role="region" name="google_ads_iframe_/2599136/ABP_WEB/abp_web_as_inarticle_1x1_0" width="1" height="1" frameborder="0" marginwidth="0" marginheight="0" scrolling="no" aria-label="Advertisement" data-load-complete="true" data-google-container-id="8" data-mce-fragment="1"></iframe><a href="https://bengali.abplive.com/topic/ipl-2022">আইপিএল</a>&nbsp;শুরু হতে আর দিন পনেরো বাকি। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে পিঠের চোটে নাজেহাল অবস্থা শ্রেয়সের। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের প্রথম ইনিংসে ব্যাটই করতে পারেননি শ্রেয়স। নবম উইকেট পতনের পরই ভারতকে অল আউট ঘোষণা করা হয়। কারণ, ম্যাচ রেফারি ও আম্পায়ারদের জানিয়ে দেওয়া হয় যে, ব্যাট করতে অক্ষম শ্রেয়স।</div>
</div>
</div>
</div>