Goa Tourist Attack Case: ছুরি, তলোয়ার নিয়ে পর্যটকদের ওপর হামলা! ভাইরাল ভিডিয়ো নিয়ে সরব খোদ মুখ্যমন্ত্রী সাওয়ান্ত

গোয়ার আঞ্জুয়ানায় স্প্যাজিও লেজার রিসর্টে পর্যটকদের সঙ্গে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। অভিযোগ, সেখানে পর্যটকদের ওপর ছুরি ও তলোয়ার নিয়ে আক্রমণ শানানোর অভিযোগ রয়েছে কয়েকজনের বিরুদ্ধে। ওই ভয়াবহকাণ্ডের ভিডিয়ো প্রকাশ্যে আসে। আর তা ভাইরালও হয় নিমেষে। এদিকে, ঘটনা নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

রবিবারের ওই ঘটনায় ৩ জন পর্যটক গুরুতর আহত হন। এরপরই কড়া পদক্ষেপ নেন গোয়ার মুখ্যমন্ত্রী। অভিযোগ ঘিরে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, গোয়ার একটি বড় বাণিজ্যগত দিক হল সেখানের পর্যটন ব্যবসা। আর সেই পর্যটন ঘিরেই এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে। প্রশ্ন উঠছে গোয়ায় পর্যটকদের নিরাপত্তা নিয়েও। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, ‘অঞ্জুনায় আজকের হিংসার ঘটনা মর্মান্তিক এবং অসহনীয়। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। এই ধরনের সমাজবীরোধীরা রাজ্যের মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি, এবং এদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।’ জানা গিয়েছে, গোটা ঘটনার সূত্রপাত, হোটেলে এক স্টাফের সঙ্গে এক কথাকাটাকাটি নিয়ে। সেখানে হোটেলের ম্যানেজারও ছিলেন। এরপরই হোটেলের বাইরে ওই ঘটনা ঘটে যায়। (‘ডিক্টেটরের মতো…’ মোদীকে তোপ খাড়গের, উঠল দ.কোরিয়া, চিনে ভাষণ প্রসঙ্গ)

 

উল্লেখ্য, এই ঘটনায় অন্যতম নির্যাতনের শিকার হওয়া ব্যক্তি যতীন শর্মা। তিনি এই হামলার ঘটনা নিয়ে সরব হয়েছেন। তিনি এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ঘটনার ভিডিয়ো তিনি তুলে ধরেছেন। সেই ভিডিয়োয় তিনি অভিযুক্তদের নামও তুলে ধরেন, রয়স্টন ডিওয়াস, নাইরন ডায়াস এবং কাশিনাথ আগরওয়াড়েকরের বিরুদ্ধে অভিযোগ তিনি তুলে ধরেন। যতীন জানান, তিনি ও তাঁর পরিবারকে আঞ্জুয়ানায় রিসর্টের বাইরে এই তিন ব্যক্তি আক্রমণ করে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, যতীনদের সঙ্গে থাকা কোনও মহিলা ঘটনা ঘিরে ব্যারক চিৎকার করছেন আতঙ্কে। যতীনের অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে ৩২৪ ধারায় মামলা দায়ের হয়েছে। যারফলে খুব সহজেই অভিযুক্তরা ছাড়া পেয়ে যাবেন।

 

(বিস্তারিত আসছে।)