Natu Natu wins Oscar: ‘নাটু নাটু’ ফিভারে কাঁপছে দেশ! তেলুগু ফিল্মজগত থেকে রাজনৈতিক আঙিনায় উচ্ছ্বাস, অভিনন্দনের বন্যা

অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’র জয়জয়কারে গোটা দেশ গর্বিত। এদিকে, তারই মাঝে ‘আরআরআর’ ফিল্মের  ‘নাটু নাটু’ ফিভারে কাবু গোটা তেলাঙ্গানা। তেলগু ফিল্ম জগতের তারকা থেকে তেলুগু রাজনীতিবিদ, কেউই ধরে রাখতে পারছেন না নিজেদের উচ্ছ্বাসকে। এদিকে, জাতীয়স্তরে একের পর এক রাজনীতিবিদ, তাবড় নেতারা এই গানের অস্কারজয়ের  জন্য অভিনন্দনের বন্যা বইয়ে দিচ্ছেন।

দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু তাঁর টুইটে লেখেন,’ কিরাবানী দাদকে অভিনন্দন, গীতিকার চন্দ্র বসুকে অভিনন্দন, এছাড়াও জনপ্রিয় পরিচালক রাজামৌলি দাদা, এছাড়াও গোটা আরআরআর টিমকে ইতিহাস তৈরি করে সম্মানীয় অস্কারে সেরা মৌলিক গানের শিরোপা জেতার জন্য অভিনন্দন। ‘ ( সমলিঙ্গ বিবাহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন)

এদিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও এই অভিনন্দনের বন্যায় পিছিয়ে ছিলেন না। তিনিও নিজের বার্তায় অভিনন্দন জানান। তিনি টুইটে লেখেন, ‘তেলুগু পতাকা উচ্চস্তরে উড়ছে। আমি একটি তেলুগু গানের জন্য গর্বিত, যেটি আমাদের মানুষ ,ঐতিহ্যকে এত সুন্দরভাবে উদযাপন করে, যা আজ আন্তর্জাতিকভাবে তার যথাযথ স্বীকৃতি পেয়েছে।’

টুইটে নজর কেড়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর। তিনিও জানাতে ভোলেননি অভিনন্দর। অভিন্দনের টুইট এসেছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তরফে। তেলুগু সুপারস্টার তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিরঞ্জীবীও এই সাফল্য নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। উল্লেখ্য,  চিরঞ্জীবী-পুত্র রাম চরণ তেজা এই ছবিতে অভিনয় করেছেন। যে ‘নাটু নাটু’ গান নিয়ে এত চর্চা, তার অন্যতম নৃত্যশিল্পী অভিনেতা রামচরণ তেজা। পুত্রের অভিনীত ছবির এই সাফল্য ঘিরে চিরঞ্জীবী লিখছেন,’ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি, বিশেষ করে টলিউডের জন্য এটি একটি দুর্দান্ত দিন, কারণ আরআরআর অস্কার পুরস্কার জেতা প্রথম ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে। আমি আরআরআর-এর পুরো টিমকে, বিশেষ করে সঙ্গীত রচয়িতা এম এম কিরাভানি, গীতিকার চন্দ্র বোস এবং গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব এবং কোরিওগ্রাফার প্রেম রক্ষিতকে সেলাম জানাই।’ টুইটে ‘নাটু নাটু’ গানের সাফল্যকে উদযাপন করেছেন তেলুগু স্টার মহেশবাবু। তিনি বলেছেন,’ আর এসে গিয়েছে নাটু নাটু,!!!… সব সীমানা পার করে..! অভিনন্দন’ তাঁর অভিনন্দন বার্তায় তিনি রাজামৌলি সমেত গানের গীতীিকার ও সুরকারকেও অভিনন্দন জানাতে ভোলেননি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup