শূন্য বেড়ে হয়েছে ৫৮, গ্রুপ সির চাকরি চোরেদের নম্বরের তালিকা প্রকাশ করল SSC

SSC-র গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতেও একাদশ – দ্বাদশ দুর্নীতির ধাঁচ। সোমবার SSC-র প্রকাশ করা নম্বরের তালিকা তাই বলছে। আদালতের নির্দেশে এদিন ৩,৪৭৮ জনের তালিকা প্রকাশ করে SSC। তার মধ্যে ৩,০৩০ জনের নম্বর বেড়েছে। আর ৮৬ জনের নম্বর ইচ্ছা করে কমিয়ে দেওয়া হয়েছে। শূন্য পেয়েছে এমন প্রার্থীদের নম্বর বাড়িয়ে করা হয়েছে ৫৪ – ৫৮।

SSC নিয়োগ দুর্নীতিতে গত শুক্রবারই ৮৪২ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন চাকরি চোরেরা। শনিবার SSC-র চাকরি চোরের তালিকায় তৃণমূল নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ ও আত্মীয়দের নাম গিজ গিজ করছে। নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়েরও।

যদিও আদালতের নির্দেশ ছিল, চাকরি চোরেদের প্রকৃত প্রাপ্ত নম্বর ও ঘুষ দিয়ে বাড়ানো নম্বরের তালিকা প্রকাশ করতে হবে। সোমবার সেই তালিকা প্রকাশ করেছে SSC. তালিকার ৩,৪৭৮ জনে মধ্যে ৩,০৩০ জনের নম্বরই বাড়ানো হয়েছে। অযোগ্যদের সুযোগ করে দিতে নম্বর কমানো হয়েছে ৮৬ জনের।

তালিকায় নজর রাখলে দেখা যাচ্ছে, শূন্য পেয়েছেন এমন প্রার্থীদের নম্বর বেড়ে হয়েছে ৫৪ থেকে ৫৮। তালিকায় ইতিমধ্যে বহিষ্কৃৃত ৮৪২ জনের নামও রয়েছে। এখন দেখার বাকিদের পরিণতি কী হয়।