কীভাবে ফের কামব্যাক করতে পারবেন বুমরা? বড় বার্তা দিলেন ব্রেট লি। Brett Lee revealed how Jasprit Bumrah can avoid the reoccurrence of back injury

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু প্রশ্ন হল জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) কি আদৌ আগের মতো ছন্দে ফিরতে পারবেন? তিনি নিজের পুরনো বোলিং অ্যাকশনকে সঙ্গী করে বিপক্ষের একের পর এক ব্যাটারের স্টাম্প উপড়ে দিতে পারবেন? অনেক ক্রিকেট পণ্ডিতদের মতো ব্রেট লি (Brett Lee) মনে করেন,  রান আপ কমিয়ে বোলিং অ্যাকশনে বদল আনলেই টিম ইন্ডিয়ার (Team India) তারকা জোরে বোলার চোট-আঘাতকে এড়িয়ে খেলতে পারবেন। 

বুমরার চোট প্রসঙ্গে প্রশ্ন করা হলেই অস্ট্রেলিয়ার প্রাক্তন জোরে বোলার বলেন, “বোলার হিসেবে বুমরা অসাধারণ। তবে দুর্ভাগ্যজনকভাবে ও চোটের কবলে পড়ে গেল। আসলে পিঠের চোটই বুমরাকে আরও পিছিয়ে দিল।” কিন্তু কীভাবে বুমরার ফিরে আসা সম্ভব? ব্রেট লি-র দাওয়াই, “আমার তরফ থেকে বুমরার জন্য একটাই পরামর্শ, ওকে রান আপ কমাতে হবে। হঠাৎ রান আপ কমিয়ে বলে গতি আনা খুব কঠিন কাজ। তবে সেটা করতে পারলে পিঠের উপর চাপ অনেক কমে যাবে।” 
 
গত ৮ মার্চ বুমরার অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়। বিসিসিআই-এর (BCCI) সৌজন্যে নিউজিল্যান্ডে (New Zealand) গিয়ে পিঠের অস্ত্রোপচার করিয়েছিলেন তারকা জোরে বোলার। নিউজিল্যান্ডের অস্থি ও শল্য চিকিৎসক রোয়ান সাউটন (Rowan Schouten) তাঁর অস্ত্রোপচার করেছিলেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (National Cricket Academy) ও বিসিসিআই-এর মেডিক্যাল টিমের সদস্যরা এই ডাক্তারের সঙ্গে কথাবার্তা সেরে রেখেছিলেন। এর আগে জফ্রা আর্চার (Jofra Archer) ও শেন বন্ড (Shane Bond), জেমস প্যাটিনসন (James Pattionson) অস্ত্রোপচারও এই অস্থি ও শল্য চিকিৎসক রোয়ান সাউটন করেছিলেন। 

আরও পড়ুন: Shreyas Iyer, IPL 2023: চোট পাওয়া শ্রেয়সের বদলে কেকেআর-এর সম্ভাব্য পাঁচ অধিনায়ক কে? ছবিতে দেখুন

আরও পড়ুন: Mohammed Shami, BGT 2023: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শামিকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি! ‘কিছুই জানি না’, দাবি করলেন রোহিত

ক্রাইস্টচার্চের এক হাসপাতালে বুমরার পিঠের অস্ত্রোপচার হয়েছে । হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছিলেন, অন্তত ছ’মাসের আগে মাঠে ফিরতে পারবেন না। অর্থাৎ, আইপিএল (IPL 2023) তো বটেই, চলতি বছর এশিয়া কাপেও (Asia Cup 2023) তাঁর খেলার সম্ভাবনা নেই। চিকিৎসকেরা চেষ্টা করছেন, যাতে দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপের (ICC World Cup 2023) আগে তাঁকে সুস্থ করে তোলা যায়। তবে হাসপাতাল বুমরার অস্ত্রোপচার নিয়ে মুখ খোলেনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বুমরার বিষয়ে বিসিসিআই মন্তব্য করবে।  

গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে দলে ফেরানোর কথা ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু সিরিজ শুরুর আগের দিন হঠাৎই জানানো হয়, নেট প্র্যাকটিসের সময় নাকি বল করতে গিয়ে স্বচ্ছন্দ বোধ করছিলেন না তিনি। তাই তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হয়নি। সেই সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে সেই উদ্দেশ্যও পূরণ হয়নি। কারণ পিঠের চোট সারিয়ে এখনও সম্পূর্ণ ম্যাচ ফিট ছিলেন না বুমরা। আর তাই তাঁকে মাঠে নামানোর ঝুঁকি নেওয়া হয়নি। বরং ফের একবার অস্ত্রোপচার করা হয়েছিল। 

গত বছর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ওডিআই পিঠে চোট পেয়েছিলেন বুমরা। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে গত এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি তাঁকে। যদিও গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বুমরাকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু একটি ম্যাচ খেলে আবার চোট পান তিনি। এরপর থেকে এনসিএ-তে সুস্থ হচ্ছিলেন বুমরা। আর এরপর তাঁর অস্ত্রোপাচার সম্পন্ন হল। ফলে তাঁর সুস্থ হতে আরও কিছু দিন লাগবে। এহেন বুমরা ছয় মাস পর মাঠে নামতে পারেন কিনা, সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)