IND Vs AUS ODI: Pat Cummins To Stay Back At Home Steve Smith Will Lead Australian Team

নয়াদিল্লি: গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান অধিনায়ক (Australia Captain) প্যাট কামিন্সের (Pat Cummins) মা পরলোক গমন করেন। সেই কারণেই আমদাবাদে চতুর্থ টেস্টের জন্য ভারতে না ফিরে দেশেই ছিলেন কামিন্স। আশা করা হচ্ছিল কামিন্স হয়তো ১৭ তারিখ থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের জন্য দলে ফিরবেন। তবে তেমনটা হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানিয়ে দেওয়া হল যে কামিন্স ওয়ান ডে সিরিজেও খেলবেন না।

ফিরছেন না কামিন্স

অস্ট্রেলিয়ার তরফে দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, ‘প্যাট ফিরছে না। ও এই অবস্থায় এখনও দেশেই নিজের পরিবারকে সামাল দিচ্ছে। আমরা সকলেই এই দুঃখের দিনে প্যাট ও তাঁর পরিবারের পাশে রয়েছি।’ কামিন্স দ্বিতীয় টেস্ট খেলেই অস্ট্রেলিয়ায় ফিরে যান। তাঁর অনুপস্থিতিতে তৃতীয় ও চতুর্থ টেস্টে স্টিভ স্মিথ (Steve Smith) অজি দলের অধিনায়কত্ব করেন। তিনিই ওয়ান ডে সিরিজেও অস্ট্রেলিয়ান দলকে নেতৃত্ব দেবেন।

 

 

পিচ নিয়ে স্মিথ

ইনদওরে টেস্ট সিরিজে সিরিজে ফিরে এসেছিল তাঁর দল। আমদাবাদ টেস্টেও দ্বিতীয় ইনিংসে অজি ব্যাটিং বেশ ভাল পারফর্ম করেছিল। কিন্তু ম্যাচ শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ২ দলকে। সিরিজের প্রথম ২ টেস্ট জিতে যাওয়ায় সিরিজ আগেই জিতে গিয়েছিল ভারত। আমদাবাদ টেস্টের পর এবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করলেন স্টিভ স্মিথ। 

চতুর্থ টেস্ট ড্র হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে স্মিথ বলেন, ‘শেষের দিকে উইকেট কিছুটা স্লো হয়ে গিয়েছিল। ফ্ল্যাট উইকেটে ফলাফল হয়ত কোনওভাবেই সম্ভব ছিল না। আমাদের ছেলেরা ভাল খেলেছে। সিরিজ যত এগিয়েছে, আমাদের পারফরম্যান্স ততই উন্নত হয়েছে। হসপিটালিটি দুর্দান্ত ছিল প্রত্য়েক মাঠে। দর্শকরাও দুর্দান্ত। দিল্লিতে এক ঘণ্টা মাঠের দর্শকদের উন্মাদনা আমাদের চাপে ফেলে দিয়েছিল। তবে আমাদের স্পিনাররা ভাল পারফর্ম করেছে। লায়নও ভাল খেলেছে এই টেস্টের প্রথম ইনিংসে।” আগামী চার বছর পর অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলতে আসবে ভারতের মাটিতে। স্মিথ কি আসবেন? অজি অধিনায়ক বলেন, ”চার বছর পর আমার বয়স আরও বেড়ে যাবে। জানি না তখন কি হবে। তবে ভারতের মাটিতে খেলতে আসার জন্য় অবশ্যই মুখিয়ে থাকব।’

আরও পড়ুন: টানা তিন জয়, বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৬-৩ উড়িয়ে দিল ভারতীয় হকি দল