Local Trains for HS Exam 2023: উচ্চমাধ্যমিকের জন্য হাওড়া ও শিয়ালদার একাধিক লোকাল ট্রেনের বাড়তি স্টপেজ- তালিকা

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একাধিক ট্রেনের বাড়তি স্টপেজ প্রদান করছে পূর্ব রেল। শিয়ালদা এবং হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন কয়েকটি অতিরিক্ত স্টপেজে দাঁড়াবে। কোন ট্রেন কোন সময় কোন স্টেশনে দাঁড়াবে, তা দেখে নিন –

  • ৩১৮১৯ শিয়ালদা-কৃষ্ণনগর: সকাল ৮ টা ২৪ মিনিটে পলতা, সকাল ৮ টা ৩২ মিনিটে জগদ্দল এবং সকাল ৮ টা ৪৪ মিনিটে কাঁকিনাড়ায় থামবে।
  • ৩১১১১ শিয়ালদা-কাটোয়া: সকাল ৮ টা ৫৭ মিনিটে জগদ্দল এবং সকাল ৯ টায় কাঁকিনাড়ায় দাঁড়াবে (১৪ মার্চ ছাড়া)।
  • ৩১৮১৮ কৃষ্ণনগর সিটি-শিয়ালদা: সকাল ৮ টা ২৪ মিনিটে জগদ্দল এবং সকাল ৮ টা ৩৫ মিনিটে পলতায় দাঁড়াবে।

আরও পড়ুন: HS Exam 2023 Dos and Don’ts: উচ্চমাধ্যমিক পরীক্ষায় মানতেই হবে এই নিয়মগুলি, কয়েকটি কাজ করলেই বিপদ

  • ১৩০১৭/১৩০১৮ গণদেবতা এক্সপ্রেস এবং ১৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস: ১৪ মার্চ, ১৬ মার্চ, ১৮ মার্চ, ২০ মার্চ, ২২ মার্চ, ২৩ মার্চ, ২৫ মার্চ এবং ২৭ মার্চ লোহাপুর স্টেশনে দাঁড়াবে।
  • ৩৬৮৩০ বর্ধমান-হাওড়া লোকাল (ভায়া কর্ড লাইন, বর্ধমান থেকে ছাড়ে সকাল ৮ টা ৩৫ মিনিটে): ১৪ মার্চ, ১৬ মার্চ, ১৮ মার্চ, ২০ মার্চ, ২২ মার্চ, ২৩ মার্চ, ২৫ মার্চ এবং ২৭ মার্চ বেলমুড়ি, জনাই রোড এবং ডানকুনি স্টেশনে দাঁড়াবে। এক মিনিটের স্টপেজ দেওয়া হবে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)