Rohit Sharma Claims Some Indian Players Will Be Send Early To England For WTC Final 2023 Preparation

আমদাবাদ: ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট (IND vs AUS 4th test) ড্রয়ে শেষ হলেও একইদিনে রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ায় ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) নিজেদের জায়গা পাকা করে ফেলে। গত বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও খালি হাতেই ফিরতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে এবার কিন্তু আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিতে আগ্রহী ভারতীয় দল।

আসন্ন ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের পর শুরু হবে আইপিএল। ২১ মে পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্ব চলবে। গ্রুপ পর্বের শেষে ছয় ফ্রাঞ্চাইজি স্বাভাবিকভাবেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। সেই ফ্রাঞ্চাইজিগুলিতে উপস্থিত ভারতীয় তারকাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারতে আগেই বিলেত পাঠানো হতে পারে পূর্বাভাস দিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

ইংল্যান্ডে প্রস্তুতি

বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘আমি প্রস্তুতিতে বিশ্বাস করি এবং (টেস্ট চ্যাম্পিয়নশিপ) ফাইনাল জেতার জন্য আমার মনে হয় প্রস্তুতই সবথেকে জরুরি। ২১ মে-র পর ছয়টি দল আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে। তারপর যে যে খেলোয়াড়দের যত দ্রুত সম্ভব আমরা ইংল্যান্ডে পাঠাতে আগ্রহী, যাতে তারা মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় পায়। যতটা সম্ভব ওদের প্রস্তুতিটা পর্যবেক্ষণও করা হবে।’

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

হালে যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজার মতো তারকারা দীর্ঘমেয়াদি চোট পেয়েছেন। আইপিএল শেষের পরপরই ৭ জুন থেকে ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তাই ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে চর্চা চলছেই। এই বিষয়ে ভারতীয় অধিনায়কের দাবি, ‘যেসব ক্রিকেটাররা ফাইনালে আমাদের হয়ে মাঠে নামবে তাদের সঙ্গে আমরা নিরন্তর যোগাযোগ রাখব, সেটা রাখাটাও ভীষণই জরুরি। তাদের ওয়ার্কলোডের ওপর আমাদের নজর থাকবে। আমরা ফাস্ট বোলারদের কিছু ডিউক বলও দিচ্ছি যাতে সময় পেলে ওরা অনুশীলন করতে পারে। তবে গোটা বিষয়টাই ব্যক্তিগত। ফাইনালে যারা খেলবে তারা তো আর ইংল্যান্ডে প্রথমবার খেলবে না। এক-আধজন ছাড়া সকলেই ওখানে খেলেছে।’

অক্ষরের রেকর্ড

বর্ডার-গাওস্কর ট্রফির শেষ টেস্টে ব্যাট হাতে ৭৯ রানের ইনিংস খেলেছেন। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। বল হাতেও গোটা সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই অলরাউন্ডার। একই সঙ্গে বল হাতে নজিরও গড়লেন অক্ষর। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার মালিক এখন অক্ষর পটেল (Axar Patel)।

অস্ট্রেলিয়ার ইনিংসের ৫১ তম ওভারে ট্রাভিস হেডের উইকেট তুলে নেন অক্ষর পটেল। এর সঙ্গে সঙ্গেই এই নজির গড়লেন তিনি। কেরিয়ারের ২২০৫ বল করে এই ৫০ তম উইকেট পেলেন অক্ষর। তিনি টপকে গেলেন যশপ্রীত বুমরাকে (২৪৬৫ বল)। যদিও এবারের টেস্ট সিরিজে মাত্র তিন উইকেট ঝুলিতে পুরেছেন অক্ষর। ব্যাট হাতে যদিও বর্ডার গাওস্কর ট্রফিতে ২৬৪ রান করেছেন তিনি। উসমান খাওয়াজা ও বিরাট কোহলির পর তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক অক্ষর। 

আরও পড়ুন: টানা পাঁচটি হার আরসিবির, ৬ উইকেটে দুরন্ত জয় দিল্লি ক্যাপিটালসের