বাংলাদেশের সামনে দাঁড়ানোর আগে আত্মবিশ্বাস পেলো আয়ারল্যান্ড

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিকদের নিয়ে স্বাভাবিকভাবে সতর্ক আয়ারল্যান্ড। তবে প্রস্তুতিতে ঠিকই জ্বালানি হিসেবে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলো অ্যান্ডি বালবির্নির দল। বুধবার একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে ৭৮ রানের জয় পেয়েছে সফরকারীরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে দুই ইনিংস থেকে ১০টি করে ওভার বাদ পড়ে। ৪০ ওভারে আয়ারল্যান্ড ৬ উইকেটে করে ২৫৫ রান। আইরিশ ওপেনার পল স্টার্লিং ও মিডল অর্ডার ব্যাটার কুর্টিস ক্যাম্ফার করেন হাফ সেঞ্চুরি। ডিএলএস মেথডে বিসিবি একাদশের টার্গেট দাঁড়ায় ২৫৯ রান। জবাবে ৭.৫ ওভার বাকি থাকতে ১৮১ রানে অলআউট তারা।

স্টার্লিং সাত চার ও তিন ছয়ে ৫০ বলে ৫৪ রান করেন। ক্যাম্ফার সাত চার ও চার ছয়ে ৪৯ বলে তোলেন ৭৫ রান। শেষ দিকে গ্যারেথ ডিলানি ২৫ বলে ৩৬ রানের কার্যকরী ইনিংস খেলেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে খরুচে ছিলেন পেসার রেজাউর রহমান রাজা ও লেগস্পিনার রিশাদ হোসেন, যৌথভাবে ৫১ ও ৫০ রান দিয়ে দুটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিসিবি একাদশের ব্যাটাররা। বড় কোনও জুটি আসেনি কারও কাছ থেকে। ওপেনার সৌম্য সরকার ৪৬ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন ৭ চার ও ২ ছয়ে। শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটে আসে ৩৮ বলে ৩৫ রান।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে থাকা জাহির হাসান ও ইয়াসির আলী বলার মতো ব্যাটিং করতে পারেননি। জাকির মাত্র ১৮ রান করেন ২১ বলে। ইয়াসির ৯ বলে ৩ রানে থামেন।

অ্যান্ডি ম্যাকব্রাইন সর্বোচ্চ তিন উইকেট নেন। মার্ক অ্যাডাইর পান দুটি উইকেট। আগামী শনিবার একই ভেন্যুতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।