গ্রেফতারিতে পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ কৌস্তভ বাগচী

তাঁর গ্রেফতারিতে পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী কৌস্তভ বাগচী। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এই নিয়ে মামলা দায়ের করেন তিনি। মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছে আদালত। সম্ভবত বুধবার মামলাটির শুনানি হতে পারে।

গত ৪ মার্চ ভোররাতে বারাকপুরের বাড়ি থেকে কৌস্তুভকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তার আগের দিন অধীর চৌধুরীকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদ করেছিলেন তিনি। এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা দীপক ঘোষের একটি বইয়ের উল্লেখ করেন কৌস্তভ। কৌস্তভের মন্তব্য প্ররোচনামূলক বলে উল্লেখ করে বড়তলা থানায় অভিযোগ দায়ের করেন জনৈক তৃণমূলকর্মী। রাত ১০টা ৩০ মিনিটে দায়ের হয় অভিযোগ। আর ভোর ৩টেয় পুলিশ পৌঁছে যায় কৌস্তভের বাড়িতে। গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ। যদিও সেদিন বিকেলেই আদালত থেকে জামিন পান কৌস্তভ। মাত্র ১০০০ টাকার বন্ডে তাঁকে জামিন দেন বিচারক।

সেদিন মাঝরাতে তাঁর বাড়িতে পুলিশি অভিযান পুলিশের অতিসক্রিয়তার উদাহরণ বলে দাবি করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন কৌস্তভ বাগচী।