IPL 2023: MS Dhoni Hits No-look Six During CSK’s Practice Session, Watch

চেন্নাই: চলতি মাসের শেষে ৩১ তারিখ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল (IPL 2023)। জাতীয় দলের সঙ্গে যুক্ত নন কিন্তু আইপিএলে খেলবেন, এমন যাঁরা আছেন, প্রত্যেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেই তালিকায় রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিও (Mahendra Singh Dhoni)। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও আইপিএলে খেলে যাচ্ছেন ক্যাপ্টেন কুল। বয়স ৪১ পেরিয়েছে। কিন্তু এই বয়সেও তিনি যে কতটা প্রাসঙ্গিক, তা হয়ত না দেখলে বোঝা যাবে না। 

সিএসকে তাঁদের প্রস্তুতি শিবির শুরু করে ফেলেছে। সেই শিবিরে স্বাভাবিকভাবেই রয়েছেন ধোনি। এবারই হয়ত শেষবার আইপিএলে খেলবেন তিনি। তাই বাড়তি তাগিদ রয়েছে ভাল পারফর্ম করার। নেটে ব্য়াট হাতে সেই পরিচিত মাহিকেই দেখা গেল। একের পর এক বল গ্যালারিতে ফেললেন দেদার। তাও আবার নো লুক শট। দেখে ১০ বছর আগের মাহির সঙ্গে আলাদা করা মুশকিল। 

 


উল্লেখ্য, আগামী ৩১ মার্চ এবারের আইপিএলের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামব সিএসকে। ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ক্লিপস পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে ধোনি একটি হেলিকপ্টার শট মারার পর বলের দিকে তাকাননি পর্যন্ত। 

শ্রেয়সের বদলে ক্যাপ্টেন সাউদি?

শ্রেয়স আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। কিন্তু তিনি খেলতে না পারলে? বিকল্প চিন্তাভাবনা শুরু করতে হবে শাহরুখ খান-জুহি চাওলার দলকে। কারা হতে পারেন শ্রেয়সের বিকল্প?

কেউ কেউ বলছেন শাকিব আল হাসানের নাম। আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে শাকিবের। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের তারকা অলরাউন্ডার আগেও বহু বছর খেলেছেন কেকেআরে। তাই দলের খোলনলচে তাঁর নখদর্পণে। শুধু বিদেশি কারও হাতে দলের নেতৃত্বভার নাইট ম্যানেজমেন্ট দিতে চায় কি না, সেটা নিয়ে নিশ্চিত হতে পারছেন না অনেকে।

নিউজিল্যান্ডের টিম সাউদিকে গতবার দলে নিয়েছিল কেকেআর। এবারও তিনি নাইট বোলিংয়ের অন্য়তম বড় ভরসা। আন্তর্জাতিক ক্রিকেটে সাতশোর ওপর উইকেট রয়েছে কিউয়ি পেসারের। নেতৃত্ব দিয়েছেন নিউজিল্যান্ডকেও। প্রয়োজনে তাঁকে বিকল্প অধিনায়ক হিসাবে ভাবতে পারে কেকেআর।