Jayasree Ghosh: বহিষ্কারের পর আরও চাপ বাড়ল কুন্তলের, স্ত্রী জয়শ্রীকে এবার তলব করল ইডি

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হওয়া দুই নেতাকেই বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠক করে হুগনির যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষ এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও দলের মুখপাত্র শশী পাঁজা। আর তারপরই চাপ বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। এবার আজ, বুধবার কুন্তলের স্ত্রী জয়শ্রী ঘোষকে তলব করল ইডি বলে সূত্রের খবর।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযুক্তদের পক্ষ নেওয়া হয়নি। বরং শশী পাঁজা বলেন, ‘আমরা সবসময় বলে এসেছি আমরা এই দুর্নীতির সমাধান চাই। তাও বারবার দলকে টেনে এনে কলুষিত করার চেষ্টা হয়েছে। দল কোনওভাবেই এই দুর্নীতির দায় নেবে না। দল বরাবর এই তদন্তের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এখানেই অন্যান্য দলগুলির সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্থক্য।’ অর্থাৎ তৃণমূল কংগ্রেস কার্যত এই তদন্তে কেন্দ্রীয় সংস্থাকে ফ্রি–হ্যান্ড দিয়ে দিল। তখনই চাপ বাড়ল।

এদিকে ইডি সূত্রে খবর, ব্যাঙ্ক লেনদেনের কয়েকটি নথি পেয়েছেন তদন্তকারীরা। এই বিষয়ে জয়শ্রীকে হাজিরা দিতে বলা হয়েছে ইডি দফতরে। তাঁকে স্ত্রীকে তলব করে নোটিশ পাঠানো হয়েছে। আজ, বুধবারই হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। সঙ্গে কয়েকটি নথি আনতে বলা হয়েছে। কয়েকদিন আগে সংবাদমাধ্যমে তাপস মণ্ডল সম্পর্কে বলেছিলেন জয়শ্রী। তিনি দাবি করেছিলেন, কুন্তলকে গ্রেফতার করার আগে তাঁদের যে ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি, সেখানে দিনের পর দিন থাকতেন তাপস মণ্ডল। লকডাউনের সময় ওই ফ্ল্যাটে থেকে তাপস তাঁর কাজকর্ম চালাতেন। ইডি যেন সেই বিষয়ে তদন্ত করে।

অন্যদিকে সেই সংবাদমাধ্যমে দেওয়া বয়ান জোগাড় করেছেন তদন্তকারীরা। কারণ তাপস মণ্ডলকে তাঁদের ফ্ল্যাটে থাকতে দিয়েছিলেন কেন?‌ সেটা জানতে চাওয়া হবে। তাপসের সঙ্গে কুন্তলের সম্পর্ক নিয়েও জানতে চাওয়া হবে বলে সূত্রের খবর। ইডি অফিসে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ। জয়শ্রীকে জিজ্ঞাসাবাদ করলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করছেন ইডি অফিসাররা। কুন্তল চাকরি বিক্রির টাকা সাদা করতে এনজিও, সিনেমা প্রযোজনায় ব্যবহার করতেন কিনা তাও জানতে চাওয়া হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup