Sunil Gavaskar | IPL 2023: ৩৫ বছরের চ্যাম্পিয়ন অধিনায়ক করবেন ‘বিশেষ কিছুই’! বিরাট ভবিষ্যদ্বাণী গাভাসকরের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল সিক্সটিনের (Indian Premier League, IPL 2023) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী ৩১ মার্চ থেকে শুরু ক্রোড়পতি লিগ। গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দ্বৈরথেই পর্দা উঠছে আইপিএল সিক্সটিনের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সন্ধে সাড়ে সাতটায় শুরু ম্যাচ। তবে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স মাঠে নামছে আগামী ২ এপ্রিল। আরসিবি-র বিরুদ্ধে বেঙ্গালুরুতে খেলা। গতবার হতশ্রী পারফর্ম করেছে মুম্বই। তবে এবার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বিশেষ কিছু করবেন বলেই মনে করছেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। এমনটাই ভবিষ্যদ্বাণী কিংবদন্তি ভারতীয়র।

গাভাসকর এক চ্যানেলে বলেন, ‘জোফ্রা আর্চার হবে আইপিএলের অন্যতম ট্রাম্প কার্ড। নিশ্চিত ভাবে বলতে পারি। এরপর বলব ঈশান কিশানের কথা। ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে দ্বি-শতরান করেছে ঈশান। অবশ্যই ওর দিকে নজর থাকবে। তবে আমার মনে হয় রোহিত শর্মা এই মরসুমে বিশেষ কিছুই করবে। আমার মনে হয় যে, মুম্বই ইন্ডিয়ান্স দলে জোফ্রার উপস্থিতিই ওদের শক্তি। ও শুরুর দিকে উইকেট তুলে নিতে পারে। আবার শেষের দিকে কয়েক ওভার বল করেও, রান রুখে দেয় ও উইকেট নয়। তবে আমার মনে হয় স্পিন কম্বিনেশন ওদের দুর্বলতা। নতুন বলে ওরা অ্যাটাক করার জন্য মুখিয়ে থাকবে। তবে ওদের স্পিন কিছুটা হলেও হাল্কা লাগছে।’

আরও পড়ুন: Rishabh Pant: ফিরতে যে তাঁকে হবেই! লড়াইয়ে মগ্ন ঋষভ, ফ্যানদের শেয়ার করলেন আপডেট

ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও, গতবছর আইপিএল নিলামে মুম্বই ৮ কোটি টাকায় দলে নিয়েছিল ইংল্যান্ডের তারকা পেসার আর্চারকে। তাঁকে নেওয়ার জন্য নিলাম টেবিলে রীতিমতো লড়াই হয়েছিল তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস  ও মুম্বইয়ের। বিশ্বকাপ জয়ী পেসারকে নেওয়ার জন্য রাজস্থান ৬ কোটি ২৫ লক্ষ টাকা পর্যন্ত দর দিয়েছিল। এরপর নিলামযুদ্ধ থেকে রাজস্থান সরে এসেছিল। সানরাইজার্স হায়দরাবাদ মুম্বইয়ের সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করে, কিন্তু আর্চারকে শেষ পর্যন্ত নেয় মুম্বই। গতবছর চোটের জন্য আর্চারের সার্ভিস পায়নি আইপিএলের সর্বোচ্চবারের চ্যাম্পিয়নরা। ২০২০ থেকে আর্চার আইপিএল খেলছেন না। তবে আসন্ন মরসুমে তাঁর পুরো সার্ভিসই পাবেন রোহিতরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)