এক ফোনেই জানা যাবে বেসরকারি হাসপাতালের বেডের খবর, বড় উদ্য়োগ রাজ্যের

বাড়িতে কেউ আচমকা অসুস্থ হয়ে পড়েছেন? আপনি চোখে সর্ষেফুল দেখছেন? বেসরকারি হাসপাতালে কীভাবে বেড পাবেন, আদৌ বেড আছে কি না তা নিয়ে আপনার কিছুই জানতে পারছেন না। অথবা প্রিয়জনকে নিয়ে এক হাসপাতাল থেকে অপর হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন? কিন্তু কোথাও বেড পাচ্ছেন না? কোথায় বেড পাওয়া যাবে বুঝতে পারছেন না? তবে এবার তা থেকে কিছুটা হলেও স্বস্তি।

এক ফোনেই জানা যাবে বেডের সুলুকসন্ধান। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এসটাব্লিসমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) এনিয়ে এবার সিদ্ধান্ত নিয়েছে কোন প্রাইভেট হাসপাতালে ঠিক এই সময়ে কত বেড রয়েছে সেসম্পর্কে পোর্টালে উল্লেখ করা থাকবে। টোল ফ্রি নম্বরে ফোন করলেও এটা জানা যাবে। আপনি জেনে যেতে পারবেন আপনি যে হাসপাতালে নিয়ে যেতে চাইছেন রোগীকে সেখানে বেড কতগুলি রয়েছে। আপনাকে তাহলে আর হয়রান হতে হবে না।  

জরুরীকালীন ভিত্তিতে কোনও রোগীর বেডের প্রয়োজন হলে সংশ্লিষ্ট হাসপাতালে বেড রয়েছে কি না সেটা ওই পোর্টাল দেখেই বোঝা যাবে। এদিকে স্বাস্থ্য কমিশন আগেই জানিয়েছিল ২৪ ঘণ্টার জন্য হেল্পলাইন খোলা হবে। সেখানে বেসরকারি হাসপাতাল সংক্রান্ত কোনও প্রয়োজন হলেই সহায়তা চেয়ে ফোন করা যাবে। তবে এবার সেই হাসপাতালে বেড পাওয়া যাবে কি না সেই সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে। 

সূত্রের খবর, এই তথ্য় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় পরিকাঠামো উন্নয়নের কাজ ইতিমধ্যেই করা হয়েছে। তবে বিএসএনএলের কাছে আপাতত একটি টোলফ্রি নম্বর চাওয়া হয়েছে। 

কোভিডের সময় ঠিক এই ধরনের পরিষেবা গড়ে তোলা হয়েছিল। সেই সময় Real time Bed availability সম্পর্কে জানা যাবে। এক্ষেত্রে কেউ ওই নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে ফোন করলেই তিনি জেনে যেতে পারবেন কোন হাসপাতালে কতগুলি বেড খালি রয়েছে। সেক্ষেত্রে তাকে আর এক হাসপাতাল থেকে অপর হাসপাতালে ছুটে বেড়াতে হবে না। 

সম্প্রতি হেলথ কমিশনের তরফে একটি মিটিং ডাকা হয়েছিল। সেখানে বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সেখানেই এব্যাপারে প্রাথমিক আলোচনা হয়। তারপরই এনিয়ে কাজ শুরু হয়ে যায়। 

তবে এই উদ্যোগে বেসরকারি হাসপাতালের পদস্থ আধিকারিকরাও অত্যন্ত খুশি। তাঁদের মতে, এই ব্যবস্থার মাধ্যমে রোগীর পরিজনদের অনেকটাই স্বস্তি মিলবে। তাঁদের কাউকে আর বেড নিয়ে দিশেহারা হতে হবে না।