কারখানার সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো ৩ জনের

আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করে।

এর আগে, বিকাল ৩টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেড নামের পোশাক কারখানার সেপটিক ট্যাংকে পরিষ্কার করতে গেলে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে মিঠু (২২)। তিনি পরিছন্নকর্মী হিসেবে কাজ করেন। তিনি আশুলিয়ার জামগড়ার শিমুলতলা এলাকার দরগা রোড় সাইমের ভাড়াটিয়া। এ ছাড়া বাকি দুইজন হচ্ছেন- খুলনা জেলার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে রাকিব (২২) ও রংপুর জেলার গাংগাচড়া থানা গ্রামের ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৭)। তারা দুজনেই আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের শ্রমিক। 

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের  দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ৯টার দিকে তিন জনের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা, করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেন ছিল না। পরিষ্কার করতে নেমে ভেতরে বিষক্রিয়ায় মারা গেছে।