Animation Film on Modi by BJP: বয়সের ‘অলিখিত নিয়ম’ মেনে মোদীকে ছাড়াই ২০২৪-এ লড়বে BJP? কার্টুনে মিলল ইঙ্গিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি সাড় মিনিটের অ্যানিমেশন ফিল্ম প্রকাশ করেছে বিজেপি। সেই ফিল্মে বিগত প্রায় ৯ বছরে মোদীর নেতৃত্বাধীন সরকারের জনমুখী সব প্রকল্প তুলে ধরা হয়েছে। মোদীর বিরুদ্ধে ‘কুৎসার চেষ্টাও’ তুলে ধরা হয়েছে। পাশাপাশি এও ইঙ্গিত করা হল যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীই হবেন বিজেপির মুখ। এদিকে মোদী জমানার শুরু থেকেই বিজেপিতে বয়স সংক্রান্ত একটি ‘অলিখিত নিয়ম’ চালু হয়েছিল। ৭০ বছর বয়সের বেশি কাউকে পদে রাখা হবে না। লালকৃষ্ণ আডবাণী থেকে সাম্প্রতিককালে বিএস ইয়েদুরাপ্পা, সকলেই এই নিয়ম মেনে ‘অবসর’ নিয়েছেন। তবে ৭২ বছর বয়সি মোদীর ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য হবে না বলে আপাতত ইঙ্গিত বিজেপির। (আরও পড়ুন: বর্ধিত পেনশন, ডিএ-র দাবিতে পথে অবসরপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা)

বয়সের কারণে বিগত দিনে কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যপাল করে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। কর্ণাটকে বিজেপির ‘মুখ’ তথা অন্যতম জনপ্রিয় নেতা বিএস ইয়েদুরাপ্পাকে পর্যন্ত মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হয় বয়সের ‘নিয়মে’। তবে নির্বাচনী বৈতরণী পার করতে ২০২৪ সালেও মোদীই ভরসা বিজেপির। এদিকে বিজেপির প্রকাশিত কার্টুন ভিডিয়োতে দেখানো হয়েছে যে, ৫ ট্রিলিয়ন মূল্যের অর্থনীতির উদ্দেশে ভারতকে নিয়ে যাবেন মোদী। তবে সেই পথ একবছরে অতিক্রান্ত হওয়ার নয়। তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০২৪ সালে যে মোদীই বিজেপির ‘মুখ’ তা আকারে ইঙ্গিতে নিশ্চিত করে দিল বিজেপি। (আরও পড়ুন: এবার মহাকাশ পর্যটন শুরু করবে ইসরো, এক একটি আসনের দাম শুনলে ঘুরবে মাথা)

এদিকে বিজেপির প্রকাশিত অ্যানিমেশন ফিল্মে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে দেখা গিয়েছে। ফিল্মে দেখানো হয়েছে, মোদীর পথের ‘কাঁটা’ হয়ে সে দু’জন বারবার তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। রাফাল বিতর্ক, বিবিসি ডকুমেন্টারি বিতর্ক, ‘চৌকিদার চোর হ্যায়’ বিতর্ক – এসবই অ্যানিমেশন ফিল্মে দেখানো হয়েছে। দেখানো হয়েছে, মোদী এই সব বিতর্ককে পাশ কাটিয়ে এগিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, মোদীর মানবদরদী রূপকেও ফুটিয়ে তোলা হয়েছে এই ভিডিয়োতে। সাধারণ মানুষের জন্য তিনি কতটা ভাবেন, তাই দেখানোর চেষ্টা করা হয়েছে। আম জনতার জন্য চালু করা সরকারি প্রকল্পগুলি এই ভিডিয়োতে দেখানো হয়েছে। স্পষ্ট ভাবে ২০২৪ সালের নির্বাচনের উল্লেখ না থাকলেও ২০১৪ এবং ২০১৯ সালে মোদীর জয় প্রদর্শিত হয়েছে এতে। সঙ্গে আবহ সঙ্গীত – ‘মুঝে চলতে যানা হ্যায়’। আর তাই এই অ্যানিমেশন ফিল্ম আদতে ২০২৪ সালের ‘ওয়ার্মআপ’ বলেই মনে করছেন রাজৈনিক বিশ্লেষকরা।