Army Helicopter Crashed in Arunachal: অরুণাচলে সেনার ‘চিতা’ হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু ২ পাইলটেরই- রিপোর্ট

অরুণাচল প্রদেশের পাহাড়ে ভেঙে পড়ল সেনার ‘চিতা’ হেলিকপ্টার। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের মান্দালা পাহাড়ের কাছে ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তারপর পাইলটদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। পরে সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, দুই পাইলটেরই মৃত্যু হয়েছে।

অরুণাচল প্রদেশের বোমডিলার পশ্চিমে মান্দালার কাছে সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রতিরক্ষা পিআরআইও লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াতকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাইলটদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সাধারণ ‘সর্টি’তে হেলিকপ্টারটি গিয়েছিল বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: এবার মহাকাশ পর্যটন শুরু করবে ইসরো, এক একটি আসনের দাম শুনলে ঘুরবে মাথা)

ভারতীয় বায়ুসেনা এবং সেনাবাহিনী অনেক বছর ধরেই চেতক এবং চিতা হেলিকপ্টারগুলি ব্যবহার করে আসছে। এই হেলিকপ্টারগুলির পরিস্থিতি এখন আর ততটা ভালো নয়। এই আবহে এই হেলিকপ্টারগুলিকে বদলের প্রয়োজন রয়েছে। যদিও সীমান্ত ঘেঁষা উঁচু অঞ্চলে বাহিনীর লাইফলাইন এই হেলিকপ্টার। বর্তমানে প্রায় ২০০টি চিতা এবং চেতক হেলিকপ্টার নিযুক্ত রয়েছে সামরিক বাহিনীর পরিষেবাতে। গত মাসে, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বলেছিলেন যে সেনাবাহিনী ভবিষ্যতে প্রায় ৯৫টি হালকা কমব্যাট হেলিকপ্টার এবং ১১০টি হালকা ইউটিলিটি হেলিকপ্টার অন্তর্ভুক্ত করার কথা ভাবছে। তবে এরই মধ্যে এই চিতা হেলিকপ্টারের দুর্ঘটনা ঘটল।

আরও পড়ুন: বিমানের ককপিটেই ‘হোলি উদযাপন’, ‘ডি-রস্টার’ করা হল স্পাইসজেটের দুই পাইলটকে

উল্লেখ্য, এর আগে গতবছরই অরুণাচল প্রদেশে সেনা হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসাবে উঠে এসেছিল প্রযুক্তিগত সমস্যার কারণ। উল্লেখ্য, সেই মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। অরুণাচলের টুটিংয়ে ঘটেছিল সেই দুর্ঘটনা। জানা গিয়েছে, দুর্ঘটনার আগে ওই হেলিকপ্টারের তরফ থেক একটি ‘মে ডে কল’ এসেছিল এয়ারট্রাফিক কন্ট্রোলে। হেলিকপ্টারের চালকরা মেকানিক্যাল সমস্যার কথা জানিয়েছিলেন এটিসি-কে।