Dry cleaning risk: কাপড় ড্রাই ক্লিন করান? তা থেকেই বাসা বাঁধছে মারাত্মক রোগ, কোনও চিকিৎসাও নেই

ধোপার বাড়িতে নিয়ম করে জামাকাপড় কাচতে দেন? একটু ভালো কাপড় হলে সেটা আবার ড্রাই ক্লিন না করলে উপায় নেই। তাই ড্রাই ক্লিনিংয়ের জন্য ধোপাকেই ভরসা করতে হয়। এই ড্রাই ক্লিনিং থেকে আপনার অজান্তেই একটি মারাত্মক রোগের আশঙ্কা বাড়ছে। সম্প্রতি একদল বিজ্ঞানীদের গবেষণায় এমন তথ্যই প্রকাশ্যে এসেছে। ড্রাই ক্লিনিংয়ের জন্য ব্যবহৃত রাসায়নিক ক্ষতি করছে শরীরের। স্নায়ুঘটিত রোগ পারকিনসনের জন্য। দায়ী ড্রাই ক্লিনিংয়ে ব্যবহৃত রাসায়নিক। কীভাবে? একনজরে দেখে নেওয়া যাক, কী বলছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: চরম দূষিত দেশের বায়ু, প্রথম ৫০-এ ভারতেরই ৩৯ শহর, আপনার এলাকা নিরাপদ কি আদৌ

আরও পড়ুন: এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ২ লাখ মানুষ! কীসের আতঙ্ক বাড়ছে থাইল্যান্ডে

পারকিনসন একটি স্নায়ুঘটিত রোগ। আর সেই রোগের জন্য অনেকটাই দায়ী একটি বিশেষ রাসায়নিক। ট্রাইক্লোরোইথিলিন (টিসিই) নামের এই রাসায়নিক শরীরে গিয়ে স্নায়ুর উপর প্রভাব ফেলে। এতেই পারকিনসন রোগের আশঙ্কা বেড়ে যায়। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, এই বিষাক্ত রাসায়নিক নানারকম কাজেই ব্যবহার করা হয়‌। সাধারণ পণ্যের বাজার ছাড়াও, মিলিটারি ও ওষুধ তৈরির শিল্পেও কাজে লাগে টিসিই। রচেস্টার মেডিক্যাল সেন্টারের তরফে গবেষক দলের একজন বিজ্ঞানী সংবাদমাধ্যমকে বলেন, রং মুছতে, ইঞ্জিন পরিষ্কার করতে, অ্যানেস্থেটিক রোগীর জন্য লাগে এই রাসায়নিক। ১৯৭০ সালের পর থেকে এই রাসায়নিকের ব্যবহার অনেকটাই কমে যায়। তবে এখনও কাপড় ড্রাই ক্লিন করতে ও ধাতব জিনিস পরিষ্কার করতে (ডিগ্ৰিজিং) এই রাসায়নিকের ব্যবহার রয়েছে।‌

আরও পড়ুন: ১০০ গুণ বেড়ে গিয়েছে ওষুধ কেনার হিড়িক! নতুন করে কীসের আতঙ্ক দেখা দিচ্ছে চিনে

আরও পড়ুন: লাখ টাকার চাকরি ছেড়ে সিঙাড়ার ব্যবসা দম্পতির, রোজ কত আয়? শুনলে ভিরমি খাবেন

কীভাবে মস্তিষ্কের উপর প্রভাব ফেলছে এই রাসায়নিক?

বিজ্ঞানীদের কথায়, টিসিই অতিমাত্রায় ব্যবহার করলে তা সরাসরি মস্তিষ্কের কোষে পৌঁছে যায়‌। কোষের ভিতরে ঢুকে মাইটোকন্ড্রিয়াকে নষ্ট করে দেয়। এদিকে মাইটোকন্ড্রিয়া হল কোষের ‘শক্তিঘর’। কোষের কাজকর্ম চালাতে যে শক্তি লাগে, মাইটোকন্ড্রিয়াই তা জোগান দেয়। ফলে সেই অঙ্গাণুই যদি নষ্ট হয়ে যায়, কোষও দুর্বল হয়ে পড়ে। আর এর ফলেই বেড়ে যায় পারকিনসন রোগের আশঙ্কা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup