Emiliano Martinez Puts His World Cup Winning Gloves For Auction To Raise Funds For Cancer Patients

বুয়েনস আইরস: ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ালেন আর্জেন্তিনার (Argentina Football Team) বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ (Emiliano Martinez)। বিশ্বকাপের ফাইনালে মার্তিনেজের পারফরম্যান্স এবং তাঁর সেভগুলি রূপকথায় জায়গা করে নিয়েছে। এবার সেই ফাইনালের দস্তানাই নিলামে তুললেন মার্তিনেজ। খবর অনুযায়ী, নিলামে প্রায় ৪৫ হাজার মার্কিন ডলারে (ভারতীয় মুদ্রায় ৩৬ লক্ষ ৮৫ হাজার) মার্তিনেজের দস্তানা জোড়া বিক্রি হয়েছে। এই অর্থের পুরোটাই শিশুদের এক ক্যান্সার হাসপাতালে দান করবেন আর্জেন্তাইন তারকা।

ক্যান্সার আক্রান্তদের পাশে

মার্তিনেজ বর্তমানে ইংল্যান্ডের রয়েছেন। মিডল্যান্ডসের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগে খেলেন তিনি। সেখান থেকেই ভিডিও-কলের মাধ্যমে নিলামে যোগ দিয়েছিলেন মার্তিনেজ। অনলাইনেই গোটা নিলামটি আয়োজিত হয়। আর্জেন্তাইন গোলরক্ষক মেনে নিচ্ছেন যে বিশ্বকাপ ফাইনালে খেলাটা নিঃসন্দেহে এক দারুণ মুহূর্ত এবং সেটা বারংবার হয় না। তবে তাঁর মতে দস্তানা জোড়া দেওয়ালে ঝুলিয়ে রাখার থেকে তা নিলামে তুলে শিশুদের প্রাণ রক্ষা করাটা অনেক বেশি প্রয়োজনীয়। 

বিশ্বকাপ জয়

মার্তিনেজ জানান এই কারণেই তাঁর সামনে যখন দস্তানা নিলামে তোলার প্রস্তাব দেওয়া হয়, তখন সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁর একদমই বেশি সময় লাগে নি। ফেব্রুয়ারি মাসেই তিনি নিজের দস্তানা নিলাম করবেন বলে জানিয়েছিলেন। সেই মতো অবশেষে নিলাম আয়োজিতও হল। মার্তিনেজ নিজের দস্তানায় সইও করেন। প্রসঙ্গত, কাতারে মাস তিনেক আগে ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে জয় পায় লা আলবিসেলেস্তে। এক্সট্রা টাইম শেষেও ম্যাচ ৩-৩ হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে জয় পায় আর্জেন্তিনা। শ্যুট আউটে মার্তিনেজ দুরন্তভাবে একটি শটও বাঁচান। 

টিকিট বিক্রি শুরু

আইএসএল ফাইনালের দামামা বেজে গিয়েছে। শনিবার, ১৮ মার্চ ফাইনালে মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি (ATK Mohun Bagan vs Bengaluru FC)। খেলা গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium)। তবে সেদিন সমর্থকদের জন্য ফুটবলের পাশাপাশি বিনোদনের একাধিক পসরা সাজানো থাকছে। থাকছে বিখ্যাত ডিজে-র পারফরম্যান্স, ফান কার্নিভাল-সহ আরও অনেক কিছু। সন্ধ্যা ৭.৩০-এ। তার আগে বিকেল ৪টে থেকে শুরু হবে ফ্যামিলি কার্নিভাল। চলবে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত। সন্ধ্যা ৬.৩০ থেকে ৭.১৫ পর্যন্ত হবে সমাপ্তি অনুষ্ঠান।

ফাইনালের আগে পারফর্ম করবেন ডিজে চেতস। পাশাপাশি পারফর্ম করবে গোয়ার বিখ্যাত ব্যান্ড ‘এ টোয়েন্টি সিক্স’। থাকছে ফিফা মোবাইল স্টল। সেখানে প্রচুর পুরস্কার জেতার সুযোগ পাবেন দর্শকেরা। থাকবে গেম জোনও। টিকিটের ন্যূনতম দাম মাত্র ১০০ টাকা।

আরও পড়ুন: এএফসি কাপে কি খেলতে পারবে এটিকে মোহনবাগান?