Virat Kohli Gives Pep Talk To Royal Challengers Bangalore Women Prior To Their First WPL Win

মুম্বই: টানা পাঁচ হার, ডব্লিউপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শুরুটা দুঃস্বপ্নের মতো বললেও খুব একটা ভুল কিছু বলা হবে না। তবে পাঁচ হারের পর অবশেষে বুধবার (১৫ মার্চ) মরসুমের প্রথম ম্যাচ জিতলেন স্মৃতি মান্ধানারা। সেই ম্যাচের আগেই এক বিশেষ ব্যক্তি আরসিবির ক্যাম্পে খেলোয়াড়দের তাঁতাতে উপস্থিত হয়েছিলেন। তিনি আর কেউ নন, বিরাট কোহলি।

বিরাটের পেপ টক

মুম্বইয়েই এবারের ডব্লিউপিএল আয়োজিত হচ্ছে। আবার মুম্বইয়েই ১৭ মার্চ থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজও। তাই গোটা ভারতীয় পুরুষ দলই আপাতত মায়ানগরীতে রয়েছে। অনুশীলনের ফাঁকেই তাই সময় বের করে আরসিবির মহিলা দলের ক্যাম্পে হাজির হন আরসিবির পুরুষ দলের প্রাক্তন অধিনায়ক। বিরাটের পেপটকের পরেই কিন্তু ডব্লিউপিএলের প্রথমবার ম্যাচ জিততে সক্ষম হয় আরসিবি মহিলা দল। তাঁরা ১২ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয়।

 

ম্যাচের বিবরণ

অবশেষে জয়ের মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (Royal Challengers Bangalore)। স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) নেতৃত্বাধীন আরসিবি উইমেন্স প্রিমিয়ার লিগে (Womens Premier League) ম্যাচে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল। এর আগে পাঁচটি ম্যাচে পরপর হারের মুখ দেখতে হয়েছিল আরসিবিকে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত তাদের। অবশেষে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিল আরসিবি। ব্য়াট হাতে দলের জয়ে বড় ভূমিকা নিলেন কনিকা আহুজা। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। এর আগে এলিসা পেরি ৩ উইকেট নিয়েছিলেন বল হাতে।

ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ বল বাকি থাকতেই মাত্র ১৩৫ রানে গুটিয়ে গেল অ্যালিসা হিলির দল। যার মূলে এলিসা পেরির দুরন্ত বোলিং। একাই তুলে নিলেন ৩ উইকেট। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি ক্যাপ্টেন স্মৃতি মন্ধানা। ইউ ওয়ারিয়র্সের ব্য়াটিং বিভাগের অন্যতম শক্তি তাদের ক্যাপ্টেন হিলি। কিন্তু এদিন রানই পেলেন না তারকা অজি উইকেট কিপার ব্যাটার। মাত্র ১ রান করেন তিনি। গ্রেস হ্যারিস ৪৬ রান করে মিডল অর্ডারে। এছাড়া দীপ্তি শর্মা ২২ রানের ইনিংস খেলেন। কিন্তু আর কেউই বড় রান পাননি। ফলে বড় রানও বোর্ডে তুলতে ব্যর্থ হয় ইউ ওয়ারিয়র্স। পেরি ছাড়া সোফিয়া ডিভাইন ২ টো উইকেট নেন। 

অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল আরসিবি। তবে শুরুতেই ধাক্কা খায় তারা। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন স্মৃতি মন্ধানা। রানের খরা অব্যাহত আরসিবি ক্যাপ্টেনের। সোফি ডিভাইনও ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। হেদার নাইট ২৪ রান করেন। তবে মিডল অর্ডারে দলকে ভরসা জোগান কনিকা আহুজা। ৩০ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকান কনিকা। লোয়ার অর্ডারে রিচা ঘোষ ৩১ রান করে অপরাজিত থেকে যান। ২ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় আরসিবি।

আরও পড়ুন: আশঙ্কাই সত্যি হল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স