Woman Marries Lord Krishna: শ্রীকৃষ্ণ প্রেমে বিভোর এলএলবির ছাত্রী, দেখেছেন স্বপ্ন, বৃন্দাবনে বিয়ে করে ফেললেন মূর্তিকে

বিয়ে ঘিরে এযাবৎকালে নানান অদ্ভুত ঘটনা শোনা গিয়েছে। কোথাও কনে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গিয়েছেন বর মদ্যপ এই অভিযোগ তুলে। কেউ আবার নিজেই নিজেকে বিয়ে করে খবরের শিরোনাম কেড়েছেন। কেউ আবার বিবাহ মণ্ডপে বরের সামনে থেকে কনেকে নিয়ে পালিয়ে গিয়েছেন। এমন নানান খবর সদ্য ভাইরাল হয়েছে। তবে এবার উত্তরপ্রদশের অউরিয়ার এক মহিলার ঘটনায় বেশ খানিকটা চাঞ্চল্য ছড়িয়েছে। খবরের শিরেনাম কাড়া এই মহিলা বৃন্দাবনে বিয়ে করে ফেলেছেন শ্রীকৃষ্ণের মূর্তিকে। 

শ্রীকৃষ্ণ-প্রেমে এতটাই বিভোর এই মহিলা, যে তিনি এবার বৃন্দাবনে বিয়ে করে ফেললেন স্বয়ং শ্রীকৃষ্ণের মূর্তিকে। এই ঘটনা উত্তর প্রদেশের রক্ষা সোলাঙ্কির। অউরিয়ার বাসিন্দা রক্ষা রীতিমতো অগ্নিসাক্ষী করে সাত পাকে বাঁধা পড়ে বিয়ে করে ফেলেছেন ওই মূর্তিকে। রক্ষা সোলাঙ্কির পরিবারের সকলে মিলে এই বিয়েকে উদযাপন করেছে। এখানেই শেষ নয়। রীতিমতো লালচেলিতে, কনের বেসে সেজেছিলেন রক্ষা। এই বিয়ের আসরে কোনও রকমের খআমতি রাখেনি রক্ষার পরিবার। আউরিয়া জেলার বিধুনের বাসিন্দা রক্ষা বর্তমানে এলএলবি পড়ুয়া। রক্ষার এই শ্রীকৃষ্ণ-প্রেম একদিতে তৈরি হয়নি। জানা যাচ্ছে, ২০২২ সালের জুলাই মাসে রক্ষা তাঁর বাবার সঙ্গে গিয়েছিলেন বৃন্দাবনে। সেদিন রঞ্জিত সিং সোলাঙ্কির সঙ্গে বৃন্দাবনের মন্দিরে গিয়ে কার্যত শ্রীকৃষ্ণভাবে ভাবিত হয়ে পড়েন রক্ষা। শ্রীকৃষ্ণের প্রতি তাঁর প্রেম তখন থেকেই। তিনি জানাচ্ছেন, তখন থেকেই তিনি শ্রীকৃষ্ণের প্রেমে পড়ে গিয়েছেন। ( ‘বেঙ্গালুরুতে জন্মে কানাড়া বলতে পারেন না!’ বিমানবন্দরে কী ঘটল এই সেলেবের সঙ্গে?)

রক্ষার বাবা রঞ্জিত সিং বলেন, আমার মেয়ে রক্ষা চাইছিল ‘ঠাকুর জি’কে বিয়ে করতে। তিনি বলছেন, ২০২২ সালে আমার মেয়ে শ্রীকৃষ্ণ দর্শন করেই সে প্রেমে ভাবিত হয়ে পড়ে। তারপর থেকেই সে শ্রীকৃষ্ণ প্রেমে রক্ষা বয়ে গিয়েছেন, বলে জানান রক্ষার বাবা রঞ্জিত সিং। শ্রীকৃষ্ণকে তখন থেকেই স্বামী হিসাবে গ্রহণ করতে ইচ্ছুক হন রক্ষা। আর তারপর মেয়ের সেই আর্জিকে নাকচ করতে পারেননি রক্ষার বাবা রঞ্জিত সিং। তারপর ১১ মার্চ রক্ষার পরিবাররের সকলকে নিয়ে বৃন্দাবনে আসেন রক্ষার বাবা রঞ্জিত সিং। তখনই বিয়ের আয়োজন করা হয়। এখানেই শেষ নয়, রঞ্জিত সিং বলছেন, মেয়ে রক্ষা বহুদিন ধরেই স্বপ্নে দেখছেন যে তিনি শ্রীকৃষ্ণকে মালা পরিয়ে দিচ্ছেন। তখন থেকেই শ্রীকৃষ্ণকে বিয়ে করতে চেয়েছেন রক্ষা। শেষমশ বৃন্দাবনে বিয়ে হয় রক্ষার। পরিবারের উপস্থিতিতে এই বিয়ের আয়োজন চলে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup