আয়ের উৎস বলতে পারেননি কুন্তল, টাকা গিয়েছে টালিগঞ্জে, আদালতে জানাল ইডি

নিয়োগ দুর্নীতিকাণ্ডে টালিগঞ্জ যোগের কথা এবার আনুষ্ঠানিকভাবে আদালতে জানাল ইডি। শুক্রবার বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে আদালতে পেশ করে একথা বলেন ইডির আইনজীবী ফিরোজ এদুলজি। তিনি জানান, কুন্তলের ২টি অ্যাকাউন্টে যে ৬.৫ কোটি টাকা জমা পড়েছিল তার উৎস জানাতে পারেননি তিনি। সেই টাকা টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর অ্যাকাউন্টে গিয়েছে বলে জানান তিনি।

টাকার হিসাব দিতে পারেননি কুন্তল

এদিন আদালতে ইডির তরফে কুন্তলের জামিনের আবেদনের বিরোধিতা করে বলা হয়, কুন্তলের নামে থাকা সংস্থার ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৬.৫ কোটি টাকা লেনদেন হয়েছে। সেই টাকা কোথা থেকে এল তা জানতে চেয়েছিলেন ইডির গোয়েন্দারা। কিন্তু কোনও জবাব দিতে পারেননি কুন্তল। জমা দিতে পারেননি কোনও নথি।

টাকা গিয়েছে টালিগঞ্জে

ইডির আইনজীবী আরও বলেন, কুন্তলের অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছে টালিগঞ্জের একাধিক অভিনেতা অভিনেত্রীর কাছে। তার মধ্যে ২ জন ইতিমধ্যে প্রায় ১ কোটি টাকা ফেরত দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, তাঁরা যে নিয়োগ দুর্নীতির টাকা নিচ্ছেন তা তাঁদের জানা ছিল না। কিন্তু বাকিদের ব্যাপারেও অনুসন্ধান করতে চান ইডির গোয়েন্দারা। তাঁরা কি জেনে টাকা নিয়েছিলেন, তা জানতে চায় ইডি। শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিয়ো বানানোর জন্য এই টাকা দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

কর দিলেই টাকা সাদা হয়ে যায় না, বললেন বিচারক

এদিন আদালতে কুন্তলের আইনজীবী সওয়াল করেন, কুন্তলের যে টাকা নিয়ে ইডি অভিযোগ করছে তার আয়কর দিয়েছেন তিনি। ফলে সেটাকে হিসাববহির্ভূত বলা যায় না। জবাবে ব্যাঙ্কশাল আদালতের বিচারক বলেন, সাদা টাকা বলে কিছু হয় না। আপনার অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ঢুকলেও তার উৎস জানাতে হবে। ৫ কোটি টাকার আয়কর দিয়ে দিলেই সেই টাকা বৈধ হয়ে যায়? আপনি ৫০টা গাড়ি বাড়ি করতে পারেন। কিন্তু সেই টাকার হিসাব দিতে হবে।