Mamata Banerjee: পার্থ-অনুব্রতর দোষ কতটা? বৈঠকে যা বললেন মমতা

দলের শীর্ষ ও সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটের বৈঠকে তিনি পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে নিয়ে মন্তব্য করেন।

এদিনের বৈঠকের বেশ কিছু পদে রদবদল করেন তিনি। পাশাপাশি দলের বেশ কয়েকজন নেতাকে একাধিক জেলার বাড়তি দায়িত্ব দেন। টিভি ১৮ বাংলার প্রতিবেদন অনুযায়ী বৈঠক চলাকালীন তিনি পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তুলে বলেন, ‘পার্থ ও অনুব্রতকে ওরা জেলে ভরে রেখেছে পার্থদার দশ শতাংশ দোষ। বাকি তো কো-অর্ডিনেশন কমিটি করেছে।’ অনুব্রত প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, ‘অনুব্রতকে ওরা দীর্ঘদিন ধরে জেলে ভরে রেখেছে। ওরা কী এখনও কিছু করতে পেরেছে।’ (পড়তে পারেন। অনুব্রতহীন বীরভূমের দায়িত্ব নিলেন দলনেত্রী, দায়িত্ব বাড়ল অরূপ, সিদ্দিকুল্লার) 

প্রসঙ্গত, বৃহস্পতিবার কোর্টরুমেই ঘনিষ্ঠদের কাছে পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি তো মন্ত্রী ছিলেন নিয়োগ কর্তা নন। দুর্নীতি যা করার করেছে পর্ষদ। তিনি আরও বলেন, দুর্নীতি তিনি একেবারেই পছন্দ করেন না। তার পর তৃণমূল নেত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ।

এর আগে বাম আমলে নিয়োগ দুর্নীতি খুঁজতে শিক্ষামন্ত্রী বাত্য বসুকে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিরকুট দিয়ে কারা চাকরি পেয়েছিলেন তাও খুঁজতে নির্দেশ দেন তিনি। (পড়তে পারেন। রাহুল কি বিগবস নাকি? কংগ্রেসকে ছাড়াই জাতীয় রাজনীতিতে ‘খিচুড়ি ফ্রন্ট’ করবে TMC!)

অন্য দিকে তদন্তের জন্য অনুুব্রতকে মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। আপাতত তাঁর ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই।  পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।