North Bengal University: পড়ুয়াদের আন্দোলনের চাপে NBU-এ মেস বন্ধের নোটিশ প্রত্যাহার করল কর্তৃপক্ষ

পড়ুয়াদের আন্দোলনের চাপে মেস বন্ধের নোটিশ প্রত্যাহার করে নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেস বন্ধের প্রতিবাদে বুধবার থেকে থেকে আন্দোলনে নামে পড়ুয়ারা। বৃহস্পতিবারও সেই আন্দোলন অব্যাহত থাকে। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন পড়ুয়ারা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের কাজকর্মও ব্যাহত হয়। বৃহস্পতিবার তাদের আন্দোলনে অন্যান্য হস্টেলের পড়ুয়ারাও যোগ দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানায়, টাকার অভাবে মেস চালানো যাচ্ছে না। সেই সঙ্গে পড়ুয়াদের খাবার বন্ধ করে দেওয়া হবে। এর পরেই আন্দোলনে নামেন পড়ুয়ারা।

প্রসঙ্গত, এই মুহূর্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, ফিন্যান্স অফিসার এবং রেজিস্ট্রারও নেই। তাই সমস্যার সমাধানে শিক্ষকদের একাংশ চাঁদা তুলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ছাত্ররা চাইছেন এর স্থায়ী সমাধান হোক। মূলত সেই দাবিতেই পড়ুয়াদের আন্দোলন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, খাবারের জন্য প্রয়োজনীয় অর্থ দিতে পারছে না ফিন্যান্স বিভাগ। সেই কারণে রামকৃষ্ণ হস্টেলের মেস বন্ধ করে দেওয়ার নোটিশ জারি করে কর্তৃপক্ষ। এরপরের দিনই আন্দোলনে নামেন পড়ুয়ারা। আপাতত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি গত দুদিন ২০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সমিতি ১০ হাজার টাকা দিয়েছে। এই অর্থ দিয়ে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এই পরিস্থিতিতে অর্থের অভাবে খাবারের তালিকাতেও বেশ কিছু কাটছাঁট করা হয়েছে। তবে যা পরিস্থিতি তাতে এই টাকা দিয়ে বেশিদিন মেস চালানো সম্ভব নয়। বর্তমানে যে অর্থ রয়েছে তাতে মেরেকেটে একমাস মেস চলবে। পড়ুয়াদের বক্তব্য, ২৫০ জনের খাবার তৈরি করতে গিয়ে প্রতিদিন কমপক্ষে ১০ হাজার টাকা লাগে। ফলে এত টাকা প্রতিদিন জোগাড় করা কঠিন।

বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াদের আন্দোলন তুলে নেওয়ার জন্য আবেদন জানানো হয়। তবে পড়ুয়াদের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা লিখিত আশ্বাস পেলে তবে আন্দোলন তুলে নেবেন। পরে অবশ্য এদিন সন্ধ্যায় কর্তৃপক্ষের তরফে লিখিত আশ্বাস দেওয়া হয়। সেই সঙ্গে মেস বন্ধের নোটিশও প্রত্যাহার করা হয়। হস্টেল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান সুভাষচন্দ্র রায় বলেন, ‘যেভাবেই হোক হস্টেলে খাবারের ব্যবস্থা করা হবে। এ নিয়ে কোনও সমস্যা হবে না বলে লিখিতভাবে জানানো হয়েছে।’ পাশাপাশি, এই সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়ের তরফে আচার্য এবং উচ্চশিক্ষা দফতরকে বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার স্বপন রক্ষিত।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup