Sambhal accident: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজ! ২০ এর বেশি জনের আটকে পড়ার আশঙ্কা উত্তরপ্রদেশে

শুক্রবার এক ভয়াবহ দুর্ঘটনায় বিধ্বস্ত উত্তর প্রদেশের সম্ভাল এলাকা। একটি কোল্ড স্টোরেজ ভেঙে পড়ার ঘটনায় এলাকার চন্দৌসির বাঁদায়ু এলাকায় এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। ঘটনায় ২০ থেকে ২৫ জনের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এরপর প্রশাসনকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। 

ফলে পুলিশের সামনে দুটি চ্যালেঞ্জ ছিল। একটি দিকে, এলাকাাবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয় গোটা পুলিশকে। অন্যদিকে, প্রশসান ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজে। এমন দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক ক্ষোভ উপচে পড়ে। শুরু হয়ে যায় ভাঙচুর। এলাকায় ভাঙচুরের  পর রাস্তাও অবরোধ করা হয়। এদিকে, অশান্ত এলাকাকে শান্ত করে এই মর্মান্তিক পরিস্থিতির মধ্যে ধ্বংসস্তূপে আটকে পড়া ২০ থেকে ২৫ জনকে উদ্ঘার করা এই মুহূর্তে বড় চ্যালেঞ্জে। জানা গিয়েছে, যাঁদের এই কোল্ড স্টোরেজের ভিতর থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাঁদের মধ্যে অনেকেই কৃষক ও শ্রমিক। জানা গিয়েছে, ওই কোল্ড স্টোরেজে আলু রাখতে গিয়েছিলেন কৃষকরা। তখনই ভেঙে পড়ে কোল্ড স্টোরেজটি। সেখানে কোল্ড স্টোরেজের ভিতরে গিয়ে কাজ কর্ম করছিলেন ওই শ্রমিক ও কৃষকরা। আর দুর্ঘটনার জেরে ২০ জনেরও বেশি আহত হয়েছেন।

জানা গিয়েছে, বেলার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা গিয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছে। এছাড়াও, জানা গিয়েছে, যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁরা খুবই গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাকিদের উদ্ধারের কাজ জারি রয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup