ফের ডুয়ার্সে চিতাবাঘের হামলা, অসম লড়াইয়ে প্রাণ বাঁচালেন বৃদ্ধ

এক সপ্তাহে তৃতীয়বার উত্তরবঙ্গে চিতাবাঘের হামলা। শুক্রবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে পাতা তোলার কাজ চলাকালীন এক বৃদ্ধের ওপর হামলা চালায় চিতাবাঘ। হিংস্র জন্তুর সঙ্গে লড়াই করে কোনওক্রমে নিজের প্রাণ বাঁচান বৃদ্ধ। তরাই – ডুয়ার্সে বারবার চিতাবাঘের হানায় উদ্বিগ্ন চা শ্রমিকরা।

চিতাবাঘের সঙ্গে লড়াই করে বাঁচলেন বৃদ্ধ

আহত বৃদ্ধের নাম টিকে থোকার। শুক্রবার মেচপাড়া চা বাগানে চা শ্রমিকদের কাজ তদারকি করছিলেন তিনি। তখন সেখানে কাজ করছিলেন প্রায় ৩০০ শ্রমিক। এমন সময় চিতাবাঘটিকে দেখা যায়। সঙ্গে সঙ্গে নিরাপদ দূরত্বে সরে যান চা শ্রমিকরা। সরে যান বৃদ্ধ টিকে থোকারও। কিন্তু তাতেও রেহাই মেলেনি। চিতাবাঘটি অতর্কিতে তাঁর ওপরে হামলা চালায়। তারস্বরে চিৎকার করে ওঠেন বৃদ্ধ। সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করে। প্রতিরোধের মুখে পালায় প্রাণীটি। এর পর বাগান শ্রমিকরা তাঁকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা জানিয়েছেন, বৃদ্ধের ঘাড়ে ও হাতে হাতে গুরুতর চোট লেগেছে। ৬টি সেলাই দিতে হয়েছে তাঁকে।

আতঙ্কিত শ্রমিকরা

এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকমহলে। বারবার চিতাবাঘের হামলার মুখে পড়ে কাজ করতে যেতে ভয় পাচ্ছেন অনেকে। বাগানের এক আধিকারিক জানিয়েছেন, এর আগেও বাগানে এরকম ঘটনা ঘটেছে। প্রাণ হাতে কে বা কাজ করতে যেতে চায়। বনদফতরকে বিষয়টি জানানো হয়েছে।

নিরুপায় বনদফতর

বনদফতর সূত্রে খবর, ডুয়ার্সে চোরাশিকার বন্ধ হওয়ায় বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। বেড়েছে চিতাবাঘের সংখ্যাও। যার ফলে বারবার মুখোমুখি হচ্ছে মানুষ ও চিতাবাঘ। তবে খবর পেলেই খাঁচা পেতে চিতাবাঘ ধরে বনে ছেড়ে দিয়ে আসা হচ্ছে।

এক সপ্তাহে তিন হামলা

গত ১২ মার্চ শিলিগুড়ি লাগোয়া সুকনার জঙ্গল লাগোয়া এলাকায় গরু চরাতে গিয়ে চিতাবাঘের হামলায় আহত হয়েছিলেন ৩ গোপালক। গত ১৪ মার্চ জলপাইগুড়ির মেটেলি ব্লকে চলন্ত স্কুটারে চিতাবাঘের হামলায় মৃত্যু হয় ১ চা শ্রমিকের।