আসানসোলে পদপিষ্টের ঘটনায় নয়েডা থেকে সস্ত্রীক গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতারির ধকল সামলে উঠতে না উঠতেই এবার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নয়েডা থেকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশ। শনিবার আগ্রা থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় তাঁকে গ্রেফতার করেন পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিকরা। সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর স্ত্রী তথা আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে। ২ জনকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতা আনা হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, শনিবার আগ্রা থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে দিল্লি যাচ্ছিলেন জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী। পথে তাঁদের গ্রেফতার করা হয়। সোমবারই সুপ্রিম কোর্টে জিতেন্দ্র তিওয়ারির আগাম জামিনের আবেদনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে।

গত ১৪ ডিসেম্বর আসানসোলে চৈতালি তিওয়ারির ওয়ার্ডে শিবচর্চা অনুষ্ঠানে কম্বল বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির হন শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু মঞ্চ ছাড়তেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। এই ঘটনায় আগেই চৈতালি তিওয়ারি ও জিতেন্দ্র তিওয়ারির আগাম জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। ঘটনার জন্য শুভেন্দু অধিকারীকে দায়ী করে তাঁর রক্ষাকবচ প্রত্যাহরের দাবিতে আদালতে গিয়েছিল রাজ্য সরকার। সেই আবেদনেও সাড়া দেয়নি আদালত। এই মামলায় আগেই চৈতালি ও জিতেন্দ্র তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করেছে আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

এই ঘটনায় বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে। এই মামলায় কাউকে গ্রেফতার করা যায় না। বিশেষ করে যখন তাঁর আগাম জামিনের আবেদন আদালতে বিচারাধীন। পশ্চিমবঙ্গ সরকার আইন আদালত মানে না।

পুলিশের পালটা যুক্তি, বারবার তলব করলেও তদন্তে সহযোগিতা করছিলেন না জিতেন্দ্র ও চৈতালি।