কিছু মানুষ দেশের উপর কালো টিকা লাগানোর দায়িত্ব নিয়েছে যখন…খোঁচা দিলেন মোদী

পৌলমী ঘোষ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখছিলেন ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩য়ে। সেখানে তিনি উল্লেখ করেন বর্তমানে ভারতে নানা পূণ্য কাজ হয়। তবু কিছু মানুষ এখনও কালো টিকা প্রয়োগ করেন দেশের উপর ।

ওয়াকিবহাল মহলের মতে আসলে প্রধানমন্ত্রী এদিন কৌশলে বিরোধীদের উপর আক্রমণ শানাতে এই শব্দবন্ধ ব্যবহার করেছেন। মনে করা হচ্ছে কংগ্রেসকে নিশানা করেই তিনি একথা বলেছেন। কংগ্রেস যেভাবে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তোপ দাগে রোজ, তাকেই ঘুরিয়ে আক্রমণ করলেন মোদী।

তিনি বলেন, কিছু মানুষ ভারতের উপর কালো টিকা লাগানোর চেষ্টা করেন। কিন্তু ভারতে তো বর্তমানে নানা পূণ্য কাজ হয়। আসলে ভারতে যাতে কারোর নজর না লাগে তার জন্য এই টিকা তারা লাগান।

তিনি বলেন গোটা বিশ্ব যখন বলছে এবার ভারতের এগিয়ে যাওয়ার সময় এসে গিয়েছে, তখন এখানে কিছু মানুষ কেবলই হতাশার কথা বলছেন, ভারতকে আরও টেনে নামাচ্ছেন। তিনি বলেন আমরা সকলেই জানি যে কালা টিকা দেওয়ার একটি প্রবনতা রয়েছে। আর ওই মানুষরা ওই কাজ করার দায়িত্ব তুলে নিচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্ব বলছে,এখন ভারতের সময়। ভারতের চুরি যাওয়া জিনিস কে আগে দেশে ফিরিয়ে দেবে তা নিয়ে একাধিক দেশের মধ্যে প্রতিযোগিতা চলছে। আগে লাখো কোটি টাকা দুর্নীতির প্রতিবাদে মানুষ রাস্তায় নামতেন। তা নিয়েই খবরের শিরোনাম হত। আর এখন হেডলাইন হচ্ছে দুর্নীতিগ্রস্তরা রাস্তায় নেমে ধরপাকড়ের প্রতিবাদ করছে।

তিনি বলেন, আসলে কিছু লোকজন আমাদের গণতন্ত্রের যে সাফল্য সেটা হজম করতে পারছেন না। সেকারণে তারা আমাদের গণতন্ত্রকে আক্রমণ করছে। তবে সব প্রতিকূলতা সত্ত্বেও ভারত তার লক্ষ্যে পৌঁছবেই।

এদিকে সম্প্রতি লন্ডন থেকে তোপ দেগেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, ভারতের গণতন্ত্র আক্রান্ত। এবার কার্যত ঘুরিয়ে তারই জবাব দিলেন মোদী।

সম্প্রতি রাহুল গান্ধী বিদেশের মাটিতে বলে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তোপ দেগেছিলেন। তিনি জানিয়েছিলেন, সংসদে বিরোধীরা কথা বলতে গেলে মাইক অফ করে দেওয়া হয়। এই মন্তব্যের পরেই তীব্র প্রতিবাদ জানান বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, একেবারে ডাহা মিথ্য়ে কথা বলছেন রাহুল গান্ধী। তাকে ক্ষমা চাওয়ার দাবিতে সরব বিজেপি নেতৃত্ব। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইতিমধ্য়েই জানিয়েছেন, ক্ষমা চাওয়ার কোনও ব্যাপারই নেই।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup